Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

তরুণদের দক্ষতা বৃদ্ধিতে বাহরাইনের উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭

তরুণদের দক্ষতা বৃদ্ধিতে বাহরাইনের উদ্যোগ

বাহরাইনের সুপ্রিম কাউন্সিল ফর ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সম্প্রতি এক বৈঠকে শিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে আরো ভালোভাবে সংযুক্ত করার লক্ষ্যে একাধিক জাতীয় উদ্যোগ ও কৌশলগত পরিকল্পনা পর্যালোচনা করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন যুব ও মানবিক বিষয়ক রাজকীয় প্রতিনিধি শেখ নাসের বিন হামাদ আল খলিফা। উপস্থিত ছিলেন শেখ খালিদ বিন হামাদ আল খলিফা, কাউন্সিলের প্রথম উপ-চেয়ারম্যান ও বাহরাইন অলিম্পিক কমিটির সভাপতি, এবং অন্যান্য সদস্যরা।

বৈঠকে আইনমন্ত্রী ইউসুফ বিন আব্দুলহুসাইন খালাফ একটি গবেষণা উপস্থাপন করেন, যেখানে বিশ্ববিদ্যালয় আসন বরাদ্দ ও উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রস্তাবিত হয় একটি “ট্রানজিশনাল ইয়ার” চালুর, যা উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি সময় শিক্ষার্থীদের পেশাগত ও একাডেমিক আগ্রহ নির্ধারণে সহায়তা করবে। একই সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স জোরদার এবং শ্রমবাজারের তথ্য নিয়মিত হালনাগাদ করার সুপারিশ করা হয়।

শিক্ষামন্ত্রী ড. মোহাম্মদ বিন মুবারক জুমা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য “স্পোর্টস স্কুল প্রজেক্ট” উপস্থাপন করেন। এই প্রকল্পে প্রতিটি স্কুলে একটি নির্দিষ্ট খেলাকে কেন্দ্র করে একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পুষ্টি সচেতনতা এবং সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত হয়।

বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সামির আব্দুল্লাহ নাস “Try Working” নামে একটি কমিউনিটি পার্টনারশিপ প্রোগ্রামের চতুর্থ সংস্করণ তুলে ধরেন। এতে ১৫-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা স্টক ইনভেস্টমেন্ট, প্রযুক্তি উদ্ভাবন, নেতৃত্ব, উদ্যোক্তা চিন্তা এবং কনটেন্ট ক্রিয়েশন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন

Logo