বাহরাইনে প্রবাসী শ্রমিকদের সচেতনতায় 'মুলতাজিমুন' ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬

বাহরাইনের দক্ষিণ গভর্নরেটে প্রবাসী শ্রমিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পথচারী এলাকা পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা বাড়াতে ‘মুলতাজিমুন’ (আরবি অর্থ: ‘অঙ্গীকারবদ্ধ’) নামে একটি সাপ্তাহিক ক্যাম্পেইন চালু হয়েছে। এই উদ্যোগের আওতায় রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এবং কোল্ড স্টোরে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
GDNonline-এর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে আল হাজিয়াত এলাকায় ৮০টিরও বেশি দোকানে পরিদর্শন চালানো হয়েছে। স্থানীয় পৌর কর্মীরা দোকানগুলোর সামনে সচেতনতামূলক পোস্টার লাগিয়েছেন এবং কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়মাবলি তুলে ধরেছেন।
একজন রেস্টুরেন্ট কর্মী ক্যাম্পেইনের পোস্টারের সামনে ‘ওকে’ ইশারা করে জানান, তিনি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং নিয়ম মেনে চলার অঙ্গীকার করছেন। কোল্ড স্টোরের এক কর্মীও জানান, তিনি পুরোপুরি এই প্রচারণার সঙ্গে একমত এবং নিজ দায়িত্বে দোকান পরিষ্কার রাখছেন।
এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো- প্রবাসী শ্রমিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দোকান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং পথচারীদের চলাচলে বাধা না সৃষ্টি করা। স্থানীয় প্রশাসন মনে করছে, এই ধরনের নিয়মিত প্রচারণা জনস্বাস্থ্য রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্লেষকরা বলছেন, বাহরাইনের মতো বহুজাতিক শ্রমিকসমৃদ্ধ দেশে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ প্রবাসীদের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে এটি শহরের পরিবেশগত মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
তথ্যসূত্র: গালফ ডেইলি নিউজ অনলাইন