Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫

কুয়েতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান

কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ দেশজুড়ে বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিচালনা করছে বিভাগের সিকিউরিটি কন্ট্রোল ইউনিট (ট্রাফিক ইনভেস্টিগেশন)। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা নিজের জীবন ও অন্যের জীবন ঝুঁকিতে ফেলে ট্রাফিক আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানের অংশ হিসেবে ট্রাফিক বিভাগ জনগণকে আহ্বান জানিয়েছে, যদি কেউ বেপরোয়া চালনা বা ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা প্রত্যক্ষ করেন, তাহলে তা রিপোর্ট করতে পারেন ১১২ নম্বর অপারেশন রুমে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯৩২৪০৯২-এ। এছাড়া “Tawasul” প্ল্যাটফর্মেও অভিযোগ জমা দেওয়া যাবে।

এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং নেতিবাচক চালনা অভ্যাস কমিয়ে আনা। কর্তৃপক্ষের মতে, জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

বিশ্লেষকরা বলছেন, কুয়েতে যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া চালনা। বিশেষ করে স্কুল ও অফিস সময়ের চাপ, রাস্তায় সংস্কার কাজ এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। তাই এই অভিযান সময়োপযোগী এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo