কুয়েতে যানজট নিরসনে নতুন ট্রাফিক পরিকল্পনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩

কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ রাজধানী ও আশপাশের এলাকায় যানজট কমাতে একটি সমন্বিত ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষকরা কর্মস্থলে ফিরে আসার সময়কে কেন্দ্র করে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। বিভাগের সেন্ট্রাল কন্ট্রোল ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আলি আল-কাত্তান জানিয়েছেন, ৩০০টি ক্যামেরার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও মহাসড়কে ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বর্তমানে চতুর্থ রিং রোডে (রোড ৫৫ থেকে ঘাজালি ব্রিজ পর্যন্ত) সংস্কার কাজ চলছে। চালকদের জন্য বিকল্প রুট হিসেবে ঘাজালি রোড, জামাল আবদেল নাসের রোড এবং জাহরা এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাবাহ আল-সালেম এলাকায় যানজট কমেছে, কারণ নতুন প্রবেশ ও প্রস্থান পথ খুলে দেওয়া হয়েছে।
এর আগে হুসেইন বিন আলী আল-রুমি রোড (চতুর্থ রিং রোড) থেকে শুয়াইখ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে যাওয়ার অংশ ৪৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যা শুরু হয়েছে গত শুক্রবার থেকে।
এদিকে, কুয়েতের পাবলিক ওয়ার্কস মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৪৭টি এলাকায় নতুন রোড চুক্তির আওতায় বড় পরিসরে সংস্কার কাজ চলবে। এর মধ্যে ১১টি এলাকায় রাস্তায় মেরামত করছে পাবলিক অথরিটি ফর রোডস অ্যান্ড ট্রান্সপোর্টেশন (PART)। উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে আবদালি, সুবিয়া, সালমি, ফাহাহিল, কিং ফয়সাল রোড, দামেস্ক স্ট্রিট এবং এয়ারপোর্ট রোড।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ছয়টি গভর্নরেটের ৩৬টি এলাকায় সংস্কার কাজ চলছে। জাহরায় ৩টি, মুবারক আল-কাবিরে ১০টি, রাজধানীতে ৯টি, আহমাদিতে ৪টি, হাওয়ালিতে ৩টি এবং ফারওয়ানিয়ায় ৭টি।
সরকারি জরুরি হেল্পলাইন ১৫০ আগস্ট মাসে মোট ২ হাজার ১৭১টি রিপোর্ট গ্রহণ করেছে, যার মধ্যে ১ হাজার ৮৭৮টি ছিল রোড মেইনটেন্যান্স সংক্রান্ত।
তথ্যসূত্র: আরব টাইমস