আবুধাবিতে নতুন ডিজনিল্যান্ডের কাজ চলছে পুরোদমে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২

আবুধাবিতে নির্মাণাধীন ডিজনিল্যান্ড থিম পার্ক ২০৩০ সালের মধ্যেই চালু হতে পারে, যা যুক্তরাজ্যে পরিকল্পিত ইউনিভার্সাল স্টুডিওস পার্কের আগেই উদ্বোধন হবে বলে ধারণা করা হচ্ছে। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ তাদের Visit Abu Dhabi ওয়েবসাইটে এই সম্ভাবনার কথা জানিয়েছে।
ডিজনির থিম পার্ক বিভাগীয় চেয়ারম্যান জশ ডি’আমারো জানিয়েছেন, এমন প্রকল্পের নকশা ও নির্মাণে সাধারণত ৫-৮ বছর সময় লাগে। যদিও ডিজনির সিইও বব আইগার CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সম্পূর্ণ নকশা ও উন্নয়নে ১৮ মাস থেকে ২ বছর, আর নির্মাণে প্রায় ৫ বছর সময় লাগে।” তবে ডিজনির জনসংযোগ বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, তারা এখনো কোনো নির্দিষ্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করেনি।
আবুধাবির ইয়াস আইল্যান্ডে নির্মিতব্য এই ডিজনিল্যান্ডে থাকবে একটি আধুনিক, জলকেন্দ্রিক থিমের ক্রিস্টাল ক্যাসেল, যার নকশা করেছেন ডিজনি ইমেজিনিয়ার জ্যাক রিডলি। তিনি জানিয়েছেন, “আবুধাবি একটি জলঘেরা শহর, তাই এই প্রথমবারের মতো আমরা আমাদের ক্যাসেলের নকশায় পানি অন্তর্ভুক্ত করছি।”
এই ডিজনিল্যান্ড পার্কটি ডিজনি নিজে পরিচালনা করবে না; বরং স্থানীয় বিনোদন প্রতিষ্ঠান Miral এর দায়িত্বে থাকবে। Miral-এর চেয়ারম্যান মোহাম্মদ আল মুবারাক জানিয়েছেন, “আমরা চাই ডিজনিল্যান্ড যত দ্রুত সম্ভব চালু হোক।”
অন্যদিকে, ইউনিভার্সাল স্টুডিওস গ্রেট ব্রিটেন ২০৩১ সালে চালু হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের পরিকল্পনায় রয়েছে ৫০০ কক্ষবিশিষ্ট হোটেলসহ পূর্ণাঙ্গ থিম পার্ক, যেখানে স্থানীয় সংস্কৃতি ও চরিত্রের ওপর ভিত্তি করে নতুন আকর্ষণ তৈরি হবে।
তথ্যসূত্র: ফোর্বস