Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে পর্যটক পরিবহন নিয়ে নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১

দুবাইয়ে পর্যটক পরিবহন নিয়ে নতুন নিয়ম

দুবাইয়ের পর্যটন খাতে পরিবহন সেবার মান, নিরাপত্তা এবং ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে নতুন নির্বাহী বিধিমালা জারি করেছে রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA)। নতুন বিধিমালার মূল লক্ষ্য হলো একটি সমন্বিত পর্যটক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যা দুবাইকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরো শক্তিশালী করবে। এতে সেবার মান উন্নয়ন, নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। RTA জানিয়েছে, এই উদ্যোগ পর্যটন ও পরিবহন খাতে দুবাইয়ের অগ্রগতির প্রতিফলন। 

নতুন নিয়মের আওতায় পর্যটক পরিবহন প্রতিষ্ঠানগুলোর জন্য অনুমোদন ও নবায়ন, পর্যটক পরিবহন যানবাহনের নিবন্ধন ও নবায়ন এবং চালকদের জন্য পেশাগত লাইসেন্স প্রদান করা হবে। এসব আবেদন RTA-এর অনুমোদিত সেবা কেন্দ্র ও চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়াকরণ হবে, যাতে নিয়মনীতি ও তদারকি নিশ্চিত করা যায়।

এই পদক্ষেপ পর্যটন পরিবহনকে দুবাইয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিবহন খাতে কর্মরত প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য এটি নতুন সুযোগ সৃষ্টি করবে।

তথ্যসূত্র: অ্যারাবিয়ান বিজনেস

Logo