আমিরাতে জরিপ: বাড়ছে পুরুষের সংখ্যা, কমছে নারী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জনসংখ্যা ২০২৪ সালের শেষে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৩ লাখে, যা আগের বছরের তুলনায় ৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির ফেডারেল কম্পিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিস্টিকস সেন্টার (FCSC) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শুরুতে জনসংখ্যা ছিল ১ কোটি ৭ লাখ, যা এক বছরে বেড়ে হয়েছে ১ কোটি ১৩ লাখ।
এই বৃদ্ধির মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৭২ লাখ ৩৫ হাজার ৭৪ জন, যা মোট জনসংখ্যার ৬৪ শতাংশ। অন্যদিকে নারীর সংখ্যা ছিল ৪০ লাখ ৫৯ হাজার ১৬৯ জন, যা ৩৬ শতাংশ। পুরুষ জনসংখ্যা ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩ লাখ ৯২ হাজার ৭৪ জন, আর নারীর সংখ্যা বেড়েছে ২ লাখ ২৩ হাজার ৫১৮ জন।
২০০০ সাল থেকে ইউএইর জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। সে সময় মোট জনসংখ্যা ছিল ৩.১৭ মিলিয়ন, যার মধ্যে পুরুষ ছিল ২.২৫ মিলিয়ন এবং নারী ছিল মাত্র ৯.১৯ লাখ। অর্থাৎ, গত দুই দশকে পুরুষ জনসংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ এবং নারী জনসংখ্যা তিন গুণেরও বেশি।
এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে অভিবাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দুবাই, আবুধাবি ও শারজাহর মতো শহরগুলোতে অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জনসংখ্যার এই গঠন ইউএইর শ্রমবাজার ও সামাজিক কাঠামোর ওপর সরাসরি প্রভাব ফেলছে। পুরুষ-নারীর অনুপাতের পার্থক্য দেশটির অভিবাসনভিত্তিক অর্থনীতির প্রতিফলন, যেখানে অধিকাংশ কর্মী পুরুষ এবং তারা নির্মাণ, পরিবহন, সেবা ও প্রযুক্তি খাতে নিয়োজিত।
বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এই জনসংখ্যা কাঠামো ভারসাম্যপূর্ণ করতে হলে নারী কর্মসংস্থান, পরিবারভিত্তিক অভিবাসন এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর জোর দিতে হবে।
তথ্যসূত্র: গালফ টুডে