সৌদি আরবের জেদ্দায় ড্রোনের মাধ্যমে পার্সেল ডেলিভারি শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭

সৌদি আরবের জেদ্দায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে পার্সেল ডেলিভারি চালু হয়েছে। গত সপ্তাহান্তে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন দেশটির পরিবহন ও লজিস্টিক পরিষেবা বিষয়ক উপমন্ত্রী এবং ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির (TGA) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. রুমাইহ আল-রুমাইহ। এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (GACA) এবং TGA-এর যৌথ চুক্তির মাধ্যমে।
এই পরীক্ষামূলক ড্রোন ডেলিভারি কার্যক্রমটি সৌদি আরবের ডাক ও লজিস্টিক খাতকে আধুনিকায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। GACA এর আওতায় ছিল বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রণ, আর TGA দেখভাল করেছে ডাক খাতের নীতিমালা ও আইনগত কাঠামো।
ড. আল-রুমাইহ বলেন, “ড্রোন প্রযুক্তির সংযোজন পার্সেল ডেলিভারি খাতে এক যুগান্তকারী অগ্রগতি। এটি নতুন সেবা বিস্তারের সুযোগ তৈরি করবে এবং সৌদি আরবের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যকে এগিয়ে নেবে।” GACA-এর এভিয়েশন সেফটি ও এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন সুলেইমান আল-মুহাইমিদি জানান, “এই উদ্যোগ সৌদি লজিস্টিক খাতের জন্য একটি বাস্তবিক ব্রেকথ্রু।”
ড্রোন ডেলিভারির মাধ্যমে পার্সেল পৌঁছানো হবে জেদ্দার ইসলামিক পোর্ট থেকে শহরের ঐতিহাসিক এলাকা ‘আল-বালাদ’ পর্যন্ত। এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। GACA জানিয়েছে, তাদের উন্নত নিয়ন্ত্রণ কাঠামো ড্রোন পরিচালনায় সর্বোচ্চ নিরাপত্তা ও মান বজায় রাখবে।
এই উদ্যোগ সৌদি আরবের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিক অংশ, যেখানে ইতোমধ্যে চালু হয়েছে রোবটিক ফুড ডেলিভারি, স্বচালিত ট্যাক্সি এবং অন্যান্য স্মার্ট সেবা। দেশটি দ্রুত প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: www.whatsonsaudiarabia.com