এবারের মৌসুমে সৌদি আরবে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬

সৌদি আরবে আসন্ন শরৎ মৌসুমে (সেপ্টেম্বর-নভেম্বর) স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বিশেষ করে সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (SPA)।
প্রতিবেদন অনুযায়ী, জাজান, আসিরের মধ্য ও পশ্চিমাঞ্চল এবং পশ্চিম নাজরানে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি হবে বাহা, দক্ষিণ মক্কা ও তার পার্বত্য অঞ্চল, মদিনার দক্ষিণ ও পশ্চিম অংশ এবং পূর্বাঞ্চলের দক্ষিণে।
তবে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। জৌফ, তাবুক, মদিনা, হাইল, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলের দক্ষিণ-পূর্ব অংশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। অন্যদিকে বাহা, আসির, জাজান, নাজরানের কিছু অংশ, মক্কা ও রিয়াদে তাপমাত্রা থাকবে প্রায় স্বাভাবিক।
আবহাওয়া কেন্দ্রের এই পূর্বাভাস সৌদি নাগরিকদের পাশাপাশি দেশটিতে অবস্থানরত অভিবাসীদের জন্যও গুরুত্বপূর্ণ। অতিবৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চল ও শহরগুলোতে বন্যা, ভূমিধস ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
SPA-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৌদি আরবের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে, যা কৃষি, অবকাঠামো এবং জনজীবনে প্রভাব ফেলতে পারে।
এই পূর্বাভাসের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব অঞ্চলে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে জরুরি প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: আরব নিউজ