মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ সেপ্টেম্বর ২০২৫
এ বছর ২৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১

বাহরাইন
মুহাররাকে ১ লাখ গাছ লাগাবে সরকার
বাহরাইনের ঐতিহাসিক শহর মুহাররাকে শুরু হয়েছে সবুজায়নের মহাপরিকল্পনা। দেশটির পৌর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে শহরটিতে ১ লাখ গাছ রোপণ এবং ৭২টি গ্রিন স্কোয়ার তৈরি করা হবে, যা প্রায় ১২ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত হবে। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। এই প্রকল্প রাজা হামাদ বিন ঈসা আল খলিফার নির্দেশনা এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার উন্নয়ন ভিশনের অংশ হিসেবে নেওয়া হয়েছে। দেশটির মন্ত্রী ওয়ায়েল বিন নাসের আল মুবরাক জানিয়েছেন, শহরের প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এখানে নতুন সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে স্থানীয় জলবায়ুর সঙ্গে মানানসই গাছপালা রোপণ, ছায়াময় পথঘাট তৈরি, বিশ্রাম ও বিনোদনের জন্য খোলা স্থান এবং নগরীর নান্দনিকতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগটি শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও ভূমিকা রাখবে।
সৌদি আরব
২৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি
সৌদি আরব এ বছর সর্বমোট ২৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তার মধ্যে চারজন নারী রয়েছেন। গালফ নিউজ এ খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, রোববার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মক্কার পশ্চিমাঞ্চলে এক সৌদি মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যিনি তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় এসিড ঢেলে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তদন্তকারীরা তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ এনে তাকে আদালতে পাঠান। মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের সব পর্যায়ে সেই নারী দোষী সাব্যস্ত হয়েছেন।
কুয়েত
কুয়েতে ফ্রি ওয়াই-ফাই ব্যবহার নিয়ে সতর্কতা
কুয়েতে প্রবাসী ও বাসিন্দাদের দেশটিতে ফেরার পথে বিমানবন্দর বা অন্য কোথাও ফ্রি ওয়াই-ফাই ব্যবহারে বড় ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এয়ারপোর্ট কিংবা জনবহুল স্থানে যে ফ্রি ইন্টারনেট সংযোগ পাওয়া যায়, তার বেশির ভাগই অনিরাপদ এবং অনেক ক্ষেত্রে হ্যাকারদের তৈরি “ইভিল-টুইন” নেটওয়ার্ক হতে পারে। আরব টাইমস এ খবর দিয়েছে। এমন ভুয়া নেটওয়ার্কে সংযুক্ত হলেই ব্যবহারকারীর ফোন বা ল্যাপটপ থেকে ব্যক্তিগত তথ্য, ব্যাংক কার্ড নম্বর, পাসওয়ার্ড, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্যও সহজেই চুরি হয়ে যেতে পারে। এমনকি পাবলিক চার্জিং পোর্ট দিয়েও ডিভাইসে ভাইরাস প্রবেশ করানো বা তথ্য চুরি করার ঝুঁকি থাকে। এ কারণে ভ্রমণকারীদের শুধু অফিসিয়াল নেটওয়ার্ক ব্যবহার করা, সম্ভব হলে ভিপিএন চালু রাখা, নিজের চার্জার বহন করা এবং ডিভাইসের নিরাপত্তা সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ওমান
ওমানে ROP অ্যাপে নতুন ডিজিটাল সেবা চালু
ওমানে ROP অর্থাৎ রয়্যাল ওমান পুলিশ তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপে একাধিক নতুন ডিজিটাল সেবা যোগ করেছে, যা নাগরিক ও প্রবাসীদের জন্য সরকারি কার্যক্রমকে আরো সহজ করে তুলবে। গালফ নিউজ এ খবর দিয়েছে। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা জন্ম সনদ, পাসপোর্ট, ইনভেস্টর কার্ডসহ গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল কপি দেখতে পারবেন। এছাড়া পরিবারের তথ্য হালনাগাদসহ কারাগারে থাকা আত্মীয়দের সঙ্গে সরাসরি সাক্ষাতের পরিবর্তে ভিডিও কলের মাধ্যমে দেখা করার সময় বুক করতে পারবেন। এই নতুন আপডেটে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমবার আবেদন করার সুযোগ এবং মানব পাচারসহ গুরুতর অপরাধের অভিযোগ অ্যাপের মাধ্যমে সরাসরি জানানো সম্ভব। পাশাপাশি স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের তথ্য দেখা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন করা যাবে।