Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২

কাতারে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান

কাতারে আকামা বা বৈধ অনুমতিপত্র ছাড়া অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। রাজধানী দোহাসহ বিভিন্ন শহরে প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে, যার ফলে ইতোমধ্যে বহু বাংলাদেশি গ্রেপ্তার হয়ে দেশে ফিরেছেন।

এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কাতারে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে কাতারপ্রবাসী বাংলাদেশিদের বৈধ কাগজপত্র- কাতার আইডি, কাজের প্রমাণপত্র, কোম্পানির হালনাগাদ তথ্য; সব সময় সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, “কিছু বাংলাদেশি অভিবাসীর কাছে বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে।”

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার হয়েছে। কাতারেও এই অভিযান প্রতিদিনই শত শত অভিবাসীকে গ্রেপ্তারের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা কাজের অনুমতিপত্র না থাকা ব্যক্তিরা ঝুঁকিতে রয়েছেন।

এক বাংলাদেশি প্রবাসী বলেন, “প্রবাসী ভাইদের অনুরোধ, বাইরে যাওয়ার সময় অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখবেন। কাতারের আইন-কানুনকে শ্রদ্ধা করবেন। যেখানে কাজ করছেন, সেখানকার অ্যাগ্রিমেন্ট পেপারগুলো চেক করে নেবেন।”

দূতাবাসের তথ্য অনুযায়ী, বর্তমানে কাতারে চার লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। তবে এদের মধ্যে কতজন অবৈধভাবে অবস্থান করছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। কাতার সরকার সম্প্রতি অভিবাসন নীতিতে কঠোরতা বাড়িয়েছে, যার ফলে অবৈধ অভিবাসীদের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

এদিকে, কাতার ও বাংলাদেশের মধ্যে শ্রমিক অধিকার নিয়ে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতে শ্রমিকদের সুরক্ষা ও বৈধতার বিষয়গুলো আরো সুসংহত করতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান- আইনি জটিলতা এড়াতে সব সময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন এবং স্থানীয় আইন মেনে চলুন।

তথ্যসূত্র: ইউরোপিয়ান সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস

Logo