Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ সেপ্টেম্বর ২০২৫

বিমানবন্দরে ল্যাপটপের পাওয়ার অন করা বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

বিমানবন্দরে ল্যাপটপের পাওয়ার অন করা বাধ্যতামূলক

বাহরাইন

বাহরাইনে আইন প্রয়োগে এআইর ব্যবহার শুরু

বাহরাইন সরকার আন্তর্জাতিক পুলিশিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর ব্যবহার শুরু করেছে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করে তুলেছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ রাশিদ বিন আবদুল্লাহ আল খলিফা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সীমান্ত ছাড়িয়েও কার্যকরভাবে সংগঠিত অপরাধ মোকাবিলা করা সম্ভব হচ্ছে। এ উদ্যোগে ইতোমধ্যেই ৯ জন আন্তর্জাতিক অপরাধীকে হস্তান্তর করেছে বাহরাইন সরকার। ১৭ জন পলাতককে বিদেশ থেকে ফেরত আনা হয়েছে এবং ১২ দেশের সঙ্গে ৯৬টি তথ্য বিনিময় করা হয়েছে। বাহরাইন সরকার এআই এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে দ্রুত তথ্য আদান-প্রদান ও আন্তর্জাতিক সমন্বয় বাড়ানোর পরিকল্পনা করছে, যা অপরাধ দমন এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন অবস্থায় দেশটিতে থাকা প্রবাসীদের আইন মানা, অপরাধে না জড়ানোর কথা গুরুত্ব দিয়ে বলছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা। এআইর ব্যবহারের কারণে এখন অপরাধীদের পালিয়ে বা লুকিয়ে থাকা কঠিন হবে।


সংযুক্ত আরব আমিরাত 

লোহিত সাগরে ইন্টারনেটের তার কাটা পড়েছে

লোহিত সাগরে সাবমেরিন ফাইবার অপটিকের তার কাটা পড়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাতসহ আশপাশের অঞ্চলে ইন্টারনেটের গতি কমে গেছে। এর কারণে, আমিরাতের শীর্ষ টেলিকম অপারেটর ‘Du’ ও ‘Etisalat’-এর গ্রাহকরা ধীরগতি ও ঘন ঘন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতার মতো সমস্যায় পড়ছেন। গালফ নিউজ এ খবর দিয়েছে। মাইক্রোসফট তাদের অফিসিয়াল আপডেটে জানিয়েছে, ক্যাবল বিপর্যয়ের কারণে মধ্যপ্রাচ্যে ইন্টারনেটের গতি কমে গেছে। যদিও অঞ্চলটির বাইরের ইন্টারনেট ট্রাফিক তুলনামূলক স্বাভাবিক রয়েছে। এখনো লোহিত সাগরে এই ক্ষতির সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাহাজের অ্যাঙ্কর বা অন্য কোনো দুর্ঘটনার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিছিন্ন ক্যাবল মেরামতের জন্য বিশেষায়িত জাহাজ ও দক্ষ ক্রু প্রয়োজন। ফলে পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এ ঘটনায় আমিরাতের সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও নানান ভোগান্তির শিকার হচ্ছেন।


কুয়েত 

বিমানবন্দরে ল্যাপটপের পাওয়ার অন করা বাধ্যতামূলক 

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস অন করে দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। আরব টাইমস এ খবর জানিয়েছে। 

ল্যাপটপ পাওয়ার অন পরীক্ষা হলো এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যেখানে যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইসগুলো সত্যিই কার্যকর কিনা, তা যাচাই করা হয়। এর মূল উদ্দেশ্য কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর উপকরণ ডিভাইসে লুকানো আছে কিনা, তা যাচাই করা। কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষের আরোপিত এই নিয়মটি যে কোনো আন্তর্জাতিক গন্তব্যে যাত্রার সময় প্রযোজ্য হবে। যাত্রীদের সুবিধার্থে বলা হচ্ছে, বিমানবন্দরে পৌঁছানোর আগে ডিভাইসগুলো সম্পূর্ণ চার্জ করা উচিত, যাতে পরীক্ষা দ্রুত এবং নিরাপদে সম্পন্ন করা যায়। এই ব্যবস্থা গালফ অঞ্চলের নিরাপত্তা মান আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে।


সৌদি আরব

সৌদির ট্রাফিক আইনে ছাড় পাবেন প্রবাসীরা

সৌদির নতুন ট্রাফিক আইনে কিছু ক্ষেত্রে ছাড় পাবেন প্রবাসীরা। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় ট্রাফিক আইনের ৭৪ নম্বর অনুচ্ছেদের কার্যকরী বিধিমালা সংশোধন করছে, যাতে বিদেশি চালকদের জন্য বিপজ্জনক ট্রাফিক অপরাধের জন্য বহিষ্কারের শাস্তি নির্ধারণ করা হয়েছে। তবে, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিদেশি চালকদের বহিষ্কারের ক্ষেত্রে দেওয়া হতে পারে বিশেষ ছাড়। সৌদি গেজেট খবরটি দিয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, যদি কোনো বিদেশি চালক প্রথমবারের মতো অপরাধ করেন এবং তার বিরুদ্ধে যদি কোনো গুরুতর অভিযোগ না থাকে, তাহলে তাকে সতর্ক করে দেওয়া হতে পারে। এছাড়া যদি কোনো চালক প্রমাণ করতে পারেন, তিনি অসুস্থ বা অক্ষম ছিলেন, তাহলেও তার শাস্তি কমানো হতে পারে। তবে এসব ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হবে এবং প্রতিটি মামলার নির্দিষ্ট তদন্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সৌদির অভ্যন্তরীণ মন্ত্রণালয় সব নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে সর্বস্তরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

Logo