Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ সেপ্টেম্বর ২০২৫

বাহরাইনের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

বাহরাইনের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বাহরাইন

বাহরাইনের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বাহরাইনের আকাশে দেখা যাবে লালচে চাঁদের জাদু, আসছে এক বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আগামী ৭ সেপ্টেম্বর রোববার এই ঘটনাটি ঘটবে বাহরাইনের আকাশে। আরবি মাস রবিউল আউয়ালের এই পূর্ণিমার রাতে মহাজাগতিক দৃশ্যটি শুধু বাহরাইনেই নয়, গোটা গালফ অঞ্চলের নাগরিক ও বাসিন্দারা উপভোগ করতে পারবেন। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। বাহরাইনের জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ রেদা আল আসফুর জানান, চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে ৫ ঘণ্টা ২৭ মিনিট। চাঁদ লালচে আভায় দিগন্তে ঝলক দেখিয়ে রাত ৮টা ৩০ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। ৯টা ১১ মিনিটে পৃথিবীর ছায়া চাঁদকে পুরো গ্রাস করবে। আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ৯টা ৫২ মিনিটে।এ সময় চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না। সূর্যের লাল আভা দেখা যাবে চাঁদে। তবে রাত ১২টার আগেই চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে। এই চন্দ্রগ্রহণের বিশেষ আকর্ষণ হলো চাঁদ এবং শনি গ্রহের কাছাকাছি অবস্থান, আকাশপ্রেমী এবং  ফটোগ্রাফারদের জন্য এটি একটি অনন্য মুহূর্ত, যা নিরাপদে খালি চোখেও উপভোগ করা যাবে।


আমিরাত

আমিরাতের আকাশেও দেখা যাবে চন্দ্রগ্রহণ

আরব আমিরাতের আকাশেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।মহাজাগতিক এ ঘটনাকে বলা হচ্ছে ‘ব্লাড মুন’ এর আর্বিভাব। ৭ সেপ্টেম্বর রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহসহ দেশটির প্রায় সব শহর থেকেই খালি চোখে চাঁদের এই রূপবিন্যাস আর গ্রহণ দেখা যাবে। গালফ নিউজ এ খবর দিয়েছে।

আমিরাতের আকাশে চন্দ্রগ্রহণ শুরু হবে ৭টা ২৮মিনিটে। রাত ৮টা ২৭ মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে। আর রাত ৯টা ৩০ মিনিটে পূর্ণগ্রহণ শুরু হবে। এরপর রাত ১০টা ১২ মিনিটে পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে দেবে। যাকে বলা হবে চাঁদের পূর্ণ গ্রহণ। যাকে বলা হচ্ছে ব্লাড মুন। এটি হবে এই দশকের অন্যতম ফটোজেনিক ব্লাড মুন। আকাশপ্রেমীদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের এই লালাভ রূপ আরো স্পষ্টভাবে উপভোগ করা যাবে। এই মহাজাগতিক বিরল দৃশ্য তখনই ঘটে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল ও সবুজ আলো ছড়িয়ে দেয়, কিন্তু লাল আলো বাঁকা হয়ে চাঁদে পড়ায় এটি লাল আভা ধারণ করবে।


সৌদি আরব 

সৌদি আরবে ট্রাফিক আইন ভাঙলে প্রবাসীদের কঠোর শাস্তি

সৌদি আরবে ট্রাফিক আইন ভাঙলে প্রবাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে নতুন ভাবে আইন সংশোধন করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গালফ নিউজ এ খবর দিয়েছে। 

২০২৫ সালে সংশোধিত এই আইনে বলা হয়েছে, জননিরাপত্তায় ঝুঁকিপূর্ণ যে কোনো ট্রাফিক অপরাধ; যেমন বেপরোয়া গাড়ি চালানো, মাদক সেবনের পর গাড়ি চালানো বা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আইন ভাঙলে প্রবাসীকে সৌদি আরব থেকে বের করে দেওয়া হতে পারে এবং ভবিষ্যতে সৌদি ঢুকতে নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

একই অপরাধ এক বছরের মধ্যে দ্বিতীয়বার করলে সর্বোচ্চ জরিমানা। তৃতীয়বার করলে এক বছরের কারাদণ্ড বা দ্বিগুণ জরিমানা হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবাসীদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। কারণ সৌদি আরবে ট্রাফিক আইন লঙ্ঘনের পরিণতি এখন আরো কঠোর করা হচ্ছে। 



Logo