চাকরি ও জীবনযাত্রায় বিশ্বের দ্বিতীয় পছন্দের গন্তব্য আমিরাত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩

২০২৫ সালের Expat Insider Index অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত (UAE) এখন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পছন্দের দেশ কাজ ও বসবাসের জন্য। InterNations-এর এই জরিপে ১৭২টি দেশের ১০ হাজারের বেশি অভিবাসীর মতামত বিশ্লেষণ করে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।
নিরাপত্তা ও সেবায় শীর্ষস্থান
ইউএই ব্যক্তিগত নিরাপত্তায় বিশ্বে প্রথম স্থান পেয়েছে। ৮৭% অভিবাসী দেশটির রাজনৈতিক স্থিতিশীলতায় সন্তুষ্ট, যেখানে বৈশ্বিক গড় মাত্র ৫৬%। ডিজিটাল অবকাঠামো ও অনলাইন সরকারি সেবায়ও দেশটি শীর্ষে রয়েছে, যা অভিবাসীদের জন্য জীবনযাত্রাকে সহজ করেছে।
স্বাস্থ্যসেবা ও আবাসন
স্বাস্থ্যসেবার মানে ইউএই তৃতীয় এবং প্রাপ্যতায় ষষ্ঠ স্থান পেয়েছে, যদিও খরচের কারণে এই খাতে র্যাঙ্কিং ২৫তম। আবাসন ব্যবস্থা সুসংগঠিত ও সহজলভ্য হওয়ায় নতুন অভিবাসীদের জন্য বসবাসের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ।
সংস্কৃতি ও জীবনধারা
৮৩% অভিবাসী দেশটির বৈচিত্র্যময় খাবার সংস্কৃতিতে সন্তুষ্ট, আর ৭৮% প্রশংসা করেছেন ইউএইর সাংস্কৃতিক পরিবেশ। পরিবেশ ও জলবায়ু সূচকে দেশটি ২০তম, যা পরিবেশবান্ধব নীতিমালার সফল বাস্তবায়নের ফল।
কর্মসংস্থান ও পেশাগত উন্নয়ন
ইউএই কর্মসংস্থানের সুযোগে বিশ্বে পঞ্চম এবং অভিবাসীদের জন্য সপ্তম পছন্দের গন্তব্য। খোলা শ্রমবাজার, পেশাগত উন্নয়নের সুযোগ এবং কাজের পরিবেশের ভারসাম্য দেশটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
সাধারণ সুখ সূচকে অবস্থান
সাধারণ সুখ সূচকে ইউএইর অবস্থান ১৭তম, যা অভিবাসীদের জীবনমান ও সেবার প্রাপ্তির সন্তুষ্টি প্রতিফলিত করে।
তথ্যসূত্র: গালফ টুডে