Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ৭ সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০

বাহরাইনে ৭ সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ

আগামীকাল রোববার বাহরাইনের আকাশে দেখা যাবে একটি বিরল মহাজাগতিক দৃশ্য- পূর্ণ চন্দ্রগ্রহণ। স্থানীয় জ্যোতির্বিদ আলি আল-হাজরির তথ্য অনুযায়ী, এই গ্রহণটি পাঁচ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হবে এবং সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পর্যবেক্ষণযোগ্য থাকবে।

গ্রহণের সময়সূচি:

- সন্ধ্যা ৬:২৭: চন্দ্রগ্রহণের সূচনা, যখন চাঁদ পৃথিবীর পেনাম্ব্রাল ছায়ায় প্রবেশ করে

- সন্ধ্যা ৭:২৬: দৃশ্যমান গ্রহণ শুরু, চাঁদ পৃথিবীর গাঢ় ছায়ায় প্রবেশ করে

- রাত ৮:৩০: পূর্ণ গ্রহণ শুরু

- রাত ৯:১১: গ্রহণের সর্বোচ্চ পর্যায়

- রাত ১০:৫৬: পূর্ণ গ্রহণ শেষ

- রাত ১১:৫৬: গ্রহণের সম্পূর্ণ সমাপ্তি

আল-হাজরি জানান, পৃথিবীর ছায়ার প্রস্থ প্রায় ৮ হাজার ১৬৫ কিলোমিটার, যা চাঁদের ব্যাসের দ্বিগুণেরও বেশি। চাঁদ প্রতি মিনিটে প্রায় ২৫ কিলোমিটার গতিতে এই ছায়ার মধ্য দিয়ে অতিক্রম করবে।

চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে নয়, ইসলাম ধর্মেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। আল-হাজরি স্মরণ করিয়ে দেন, চন্দ্রগ্রহণ উপলক্ষে ‘সালাতুল খুসুফ’ নামক বিশেষ নামাজ আদায় করা সুন্নত। এটি মুসলিম সম্প্রদায়ের জন্য আত্মজিজ্ঞাসা ও আল্লাহর মহত্ব স্মরণের একটি সুযোগ।

বাহরাইনবাসীর জন্য এটি একটি বিরল সুযোগ, নিজ চোখে মহাকাশের ছায়া-আলো খেলা দেখা এবং ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তা উপলব্ধি করা। স্থানীয় প্রশাসন ও জ্যোতির্বিদরা নিরাপদ স্থানে থেকে গ্রহণ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।

তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন

Logo