Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই বিমানবন্দরে নতুন নিয়ম: ব্যাগে পানীয় ও ল্যাপটপ রাখা যাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬

দুবাই বিমানবন্দরে নতুন নিয়ম: ব্যাগে পানীয় ও ল্যাপটপ রাখা যাবে

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের জন্য নিরাপত্তা চেকিংয়ে বড় ধরনের পরিবর্তন আনছে। এখন থেকে ১০০ মিলিলিটারের বেশি তরল বা ল্যাপটপ ব্যাগ থেকে বের না করেই স্ক্যানিং সম্পন্ন করা যাবে, যা বিমানযাত্রায় সময় ও ঝামেলা কমাবে।

এই নতুন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে টার্মিনাল ১, ২ ও ৩-এ চালু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক স্মিথস ডিটেকশন কোম্পানির তৈরি এই নতুন উন্নত স্ক্যানারগুলো স্থাপন করা হয়েছে।

বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস জানিয়েছেন, “এই প্রযুক্তি ইতোমধ্যে অত্যন্ত সফল প্রমাণিত হয়েছে। এটি নিরাপত্তা ও কার্যকারিতা- দুই দিক থেকেই উন্নতি আনছে।” তিনি আরো বলেন, ২০২৫ সালের প্রথমার্ধে যাত্রী সংখ্যা ৪৬ মিলিয়নে পৌঁছেছে, তাই নতুন অবকাঠামো ছাড়াই যাত্রীসেবা বাড়ানোর প্রয়োজন ছিল।

এই উন্নত স্ক্যানারগুলো থ্রিডি ইমেজিং ও অ্যালগরিদম ব্যবহার করে ব্যাগের ভেতরের তরল, ইলেকট্রনিকস ও অন্যান্য সামগ্রী বিশ্লেষণ করতে পারে। ফলে যাত্রীদের আর আলাদা করে ল্যাপটপ বা পানীয় বের করতে হয় না, যা বিশেষ করে পরিবার ও ব্যবসায়িক যাত্রীদের জন্য সময় সাশ্রয়ী।

বিশ্বের বিভিন্ন বিমানবন্দর ইতোমধ্যে এই ধরনের প্রযুক্তি গ্রহণ করছে। তবে কর্তৃপক্ষ এই পরিবর্তনকে যাত্রী অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে রেখে বাস্তবায়ন করছে। গ্রিফিথসের মতে, “এই প্রযুক্তি শুধু যাত্রীদের সুবিধা নয়, বরং কর্মীদের কাজের চাপও কমাবে এবং দুবাই বিমানবন্দরের আন্তর্জাতিক সুনাম আরো বাড়াবে।”

তথ্যসূত্র: আরব টাইমস

Logo