কাতারে বাসাবাড়িতে অবৈধ পার্টিশনের বিরুদ্ধে কঠোর অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪

দুবাইয়ের পর এবার কাতারের রাজধানী দোহা অবৈধ ভবন বিভাজন ও অনুমোদনহীন নির্মাণকাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। নিরাপত্তা এবং পারিবারিক আবাসিক এলাকার সামাজিক ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
দোহা মিউনিসিপ্যালিটির সহকারী পরিদর্শক পরিচালক মোহাম্মদ সুলতান আল-শাহওয়ানি জানিয়েছেন, ভিলা সাবডিভিশন বা পারিবারিক বাড়িকে ছোট ছোট ইউনিটে ভাগ করে কর্মীদের আবাসন হিসেবে ব্যবহার করার প্রবণতা দিন দিন বাড়ছে। এটি শুধু কারিগরি নয়, সামাজিক ও নিরাপত্তাজনিত ঝুঁকিও তৈরি করছে।
এই ধরনের অবৈধ পরিবর্তন অনেক সময় দুর্বল কাঠামো, অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং পারিবারিক এলাকার পরিবেশ নষ্ট করে দেয়। ফলে প্রশাসন এখন কেবল কাগজপত্র যাচাই নয়, বরং এলাকাভিত্তিক গোপন পর্যবেক্ষণ চালিয়ে যথাযথ প্রমাণ সংগ্রহ করে আইনি ব্যবস্থা নিচ্ছে।
সম্প্রতি এক সন্ধ্যাকালীন অভিযানে দোহা মিউনিসিপ্যালিটি, কাহরামা (বিদ্যুৎ ও পানি কর্তৃপক্ষ) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ যৌথভাবে ১০টি ভবনে অবৈধ পার্টিশনের প্রমাণ পেয়েছে। এসব ভবনে কর্মীদের আবাসন ছিল, যা মূলত পারিবারিক আবাসিক এলাকার জন্য নির্ধারিত।
প্রশাসনের মতে, এটি কেবল নিয়ম ভঙ্গের বিষয় নয়, বরং নগর জীবনের ভারসাম্য রক্ষার প্রয়াস। দ্রুত নগরায়নের ফলে দোহায় আবাসন সংকট দেখা দিলেও অবৈধ পরিবর্তন নগর পরিকল্পনার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে।
তথ্যসূত্র: দ্য পেনিনসুলা, কাতার