Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ সেপ্টেম্বর ২০২৫

সৌদিতে ট্রাফিক আইন ভাঙলে প্রবাসীরা হতে পারেন বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

সৌদিতে ট্রাফিক আইন ভাঙলে প্রবাসীরা হতে পারেন বহিষ্কার

বাহরাইন

মাদকসহ এক এশিয়ান গ্রেফতার

বাহরাইনে মাদকসহ এক এশিয়ান নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। এশিয়ান বলা হলেও গ্রেফতারকৃত ব্যক্তি কোন দেশের নাগরিক তা বলা হয়নি। সাধারণত এশিয়ান বলতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাসিন্দাদের বুঝিয়ে থাকে বাহরাইনের মানুষ। পুলিশ অভিযোগ করেছে, তার কাছে ১৩শ বাহরাইনি দিনার মূল্যের মাদক পাওয়া গেছে।  


সৌদি আরব 

সৌদিতে ট্রাফিক আইন ভাঙলে বহিষ্কার 

সৌদি আরবে ট্রাফিক আইন ভাঙলে প্রবাসীদের বহিষ্কার করা হতে পারে। সৌদি গেজেট এ খবর দিয়েছে। সৌদি সরকার একটি নতুন ট্রাফিক আইন প্রবর্তন করেছে, যা জননিরাপত্তা হুমকির কারণ হয়ে ওঠা যে কোনো বিদেশি নাগরিকের জন্য কঠোর ব্যবস্থা নিশ্চিত করবে। এই নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ট্রাফিক আইন ভঙ্গে দোষী সাব্যস্ত হবেন এবং যারা জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করবেন, তাদের সৌদি থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতেও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই বছরের মধ্যে অপরাধ পুনরায় হলে সর্বোচ্চ জরিমানা এবং তৃতীয়বার দোষী হলে এক বছরের কারাদণ্ড বা জরিমানা দ্বিগুণ করার বিধানও রয়েছে। এই পদক্ষেপগুলো সৌদি আরবের অভ্যন্তরীণ, পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়িত হবে, যা দেশের সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

কুয়েত
কুয়েতে সপ্তাহান্তে থাকবে গরম আর আর্দ্র আবহাওয়া
কুয়েতে সপ্তাহান্তে গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। রাতেও থাকবে একই রকম আবহাওয়া। আরব টাইমস এই খবর দিয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, দিনে তাপমাত্রা ৪২-৪৬ ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর রাতের দিকে তাপমাত্রা কমে ২৬-২৮ ডিগ্রি হলেও আর্দ্রতার ভাব থাকবে। ফলে বাসিন্দাদের ঘাম বেশি হবে। এতে বিরক্তিভাব তৈরি করবে। এমন আবহাওয়ায় বাসিন্দাদের দিনের বেলায় বাইরে কাজের সময় রোদের বিষয়ে সতর্ক থাকবে হবে। প্রচুর পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে সপ্তাহান্তে থাকবে অস্থির আবহাওয়া
তিন দিনের ছুটিতে সংযুক্ত আরব আমিরাতের মানুষকে অস্থির আবহাওয়া এবং বজ্রঝড়ের জন্য প্রস্তুত থাকতে বলেছে দেশটির আবহাওয়া অফিস। 
খালিজ টাইমস এই খবর দিয়েছে। সপ্তাহান্তে বাসিন্দাদের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে। দেশটিতে গ্রীষ্ম থেকে শরৎকালে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে। তিন দিনের ছুটিতে যারা সংযুক্ত আরব আমিরাতজুড়ে ভ্রমণ বা গাড়ি চালানোর পরিকল্পনা করছেন, তাদের হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা উচিত হবে। বিশেষ করে আবুধাবিতে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় দুবাইয়ের মারঘাম এলাকায় প্রচণ্ড বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়। তীব্র আবহাওয়ার সাথে আল আইনে হালকা বৃষ্টিপাত হয়, যার ফলে শহরের বেশ কয়েকটি অংশে ধূলিময় পরিস্থিতির সৃষ্টি হয়। যা দৃষ্টিসীমা কমিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার আল মাকতুম বিমানবন্দরের কাছে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের দৃশ্য দেখা যায়। 

Logo