মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ সেপ্টেম্বর ২০২৫
কাতারে অবৈধ প্রবাসীদের ডিপোর্টেশন; দূতাবাসের সতর্কতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪

বাহরাইন
বাহরাইনে ভুয়া প্রবাসী নারী চিকিৎসক গ্রেফতার
বাহরাইনে ভুয়া প্রবাসী নারী চিকিৎসকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অবৈধ কসমেটিকস চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী সোশ্যাল মিডিয়ায় নিজেকে ডার্মাটোলজিস্ট ও কসমেটোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে অনুমোদনহীন সেবা প্রচার করতেন। গোপন তদন্তে সেই নারী চিকিৎসক ক্লায়েন্টদের চেহারা সুন্দর করার অনুমোদনহীন বোটক্স ইনজেকশন দিতেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে নারী চিকিৎসক কোন দেশের, তা জানানো হয়নি। এছাড়া তার কাছে অনুমোদনহীন ও বেআইনিভাবে আমদানি করা ওষুধও পাওয়া গেছে। তিনি জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন এবং বর্তমানে আটক রয়েছেন। তার বিরুদ্ধে মামলাটি মাইনর ক্রিমিনাল কোর্টে পাঠানো হয়েছে। পাবলিক প্রসিকিউটর জনগণকে শুধু NHRA অনুমোদিত চিকিৎসকদের কাছ থেকে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কাতার
কাতারে অবৈধ প্রবাসীদের ডিপোর্টেশন; দূতাবাসের সতর্কতা
কাতারে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ডিপোর্ট করা হচ্ছে। দোহায় বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতারে কিছু বাংলাদেশি প্রবাসী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন, যার ফলে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং পুলিশ তাদের গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন।
বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত অভিবাসীদের কাতার আইডি, কাজের প্রমাণপত্র, কোম্পানির হালনাগাদ তথ্য সব সময় সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে কাতারের আইন মেনে চলার মাধ্যমে নিরাপদ থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
কুয়েত
কুয়েতে দূতাবাসের গণশুনানি ১২ সেপ্টেম্বর
কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ১২ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে গণশুনানি অনুষ্ঠিত হবে। দূতাবাস এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে। এই গণশুনানির মাধ্যমে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা বাংলাদেশ দূতাবাসের কাছে তুলে ধরতে পারবেন এবং দূতাবাস সেগুলোর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এর মাধ্যমে দূতাবাসের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার মানও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই গণশুনানিতে সরাসরি উপস্থিত থাকবেন। গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহী যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরব
সৌদির খামিস মুশাইতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার সেবা
সৌদির খামিস মুশাইতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবার আয়োজন করা হয়েছে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইম্ভেরা আহাদ মুনিরা এলাকায় বাঙালি মার্কেটের কাছেই প্রবাসীরা বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনস্যুলার টিম খামিস মুশাইতে বিশেষ সফরের মাধ্যমে এই সেবা দেবে। বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়েছে। সেবার মধ্যে রয়েছে ই-পাসপোর্ট আবেদন ও নবায়ন, জন্মনিবন্ধন, ট্রাভেল পারমিট, প্রত্যয়ন ও সত্যায়ন। শ্রম কল্যাণ সংক্রান্ত সেবার আওতায় ওয়েজ আর্নার্স কার্ড বিতরণ, আইনি সহায়তা, মামলা দায়ের প্রক্রিয়াকরণ এমনকি মৃতদেহ দাফনের সহায়তাও পাওয়া যাবে। এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বন্ডের সুবিধাও দেওয়া হবে।