ইউএইতে লম্বা ছুটিতে ঘোরার জন্য যে ৬টি সেরা স্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫
ইউএইতে ৫ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশজুড়ে শুরু হয়েছে লম্বা উইকেন্ড, যা ঘুরে দেখার এক আদর্শ সুযোগ। যারা বিলাসবহুল স্টে-কেশন বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেননি, তাদের জন্য কালবা ও খোরফাক্কান হতে পারে এক অনন্য গন্তব্য।
১. খোর কালবা ম্যানগ্রোভ সেন্টার
ইউএইর প্রাচীনতম ম্যানগ্রোভ বনাঞ্চল। এখানে রয়েছে ১০০ প্লাস প্রজাতির মাছ, ৯০ ধরনের জলজ প্রাণী এবং বিরল পাখির অভয়ারণ্য। পরিবেশবান্ধব পর্যটনের জন্য এটি একটি আদর্শ স্থান।
অবস্থান: শারজার পূর্ব উপকূল
সময়: রবি-বৃহস্পতিবার, ৯টা-৬:৩০; শনিবার ১১টা-৬:৩০; সোমবার বন্ধ
টিকিট: প্রাপ্তবয়স্কদের জন্য ১৫ দিরহাম, ১২ বছরের নিচে শিশুদের জন্য ফ্রি
২. খোরফাক্কান ওয়াটারফলস
হাজার পর্বতের পাদদেশে ৪৫ মিটার উঁচু কৃত্রিম জলপ্রপাত। রাতে আলোকসজ্জায় এটি হয়ে ওঠে এক মনোমুগ্ধকর দৃশ্য।
সময়: ২৪ ঘণ্টা খোলা
টিকিট: ফ্রি
৩. হ্যাংগিং গার্ডেনস অব কালবা
১ লাখ প্লাস গাছ, ফুলের বাগান, কৃত্রিম জলপ্রপাত ও ছোট হ্রদ নিয়ে গড়ে ওঠা পারিবারিক বিনোদনের কেন্দ্র।
অবস্থান: শারজাহ-কালবা রোড
পার্কিং: ১০ দিরহাম প্রতি ঘণ্টা
৪. শিস রেস্ট এরিয়া ও শিস পার্ক
স্থানীয় বাজার, ঐতিহ্যবাহী খাবার, শিশুদের খেলার জায়গা ও আউটডোর থিয়েটারসহ পারিবারিক আনন্দের পূর্ণ প্যাকেজ। পার্কে রয়েছে বারবিকিউ পিট ও ২৫ মিটার উঁচু জলপ্রপাত।
৫. আল রাফিসাহ ড্যাম
১৯৮০-এর দশকে নির্মিত এই ড্যাম এখন আধুনিক ভিজিটর সেন্টারসহ কায়াকিং, ক্যাফে, দোকান ও বন্যপ্রাণীর দ্বীপ নিয়ে এক আকর্ষণীয় স্থান।
৬. নাজদ আল মাকসার হেরিটেজ ভিলেজ
২০০০ খ্রিস্টপূর্বের নিদর্শনসমৃদ্ধ ঐতিহাসিক গ্রাম। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ভিলেজে রয়েছে ১০০ বছরের পুরনো বাড়ি, হাঁটার পথ, রেস্টুরেন্ট ও ৩০০ বছরের পুরনো দুর্গ।
এই ছুটিতে প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন উপভোগ করতে চাইলে কালবা ও খোরফাক্কান হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
তথ্যসূত্র: গালফ নিউজ
logo-1-1740906910.png)