শারজাহতে শুরু হচ্ছে ৫৬তম ঘড়ি ও গহনার মেলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪

সেপ্টেম্বর মাসেই শারজাহতে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও গহনার প্রদর্শনী- ৫৬তম ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পাঁচ দিনের এই আয়োজন, যেখানে অংশ নিচ্ছে ২১ দেশের ৫০০ প্লাস প্রদর্শক ও ১ হাজার ৮০০ ডিজাইনার ও শিল্পপতি।
গতবারের প্রদর্শনীতে ৮৭ হাজার দর্শনার্থী এবং ১০৫ মিলিয়ন দিরহাম বিক্রির রেকর্ড গড়েছিল। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আরো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে, যেখানে ৩০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে থাকবে স্বর্ণ, হীরা, ঘড়ি ও রত্নপাথরের বিলাসবহুল সংগ্রহ।
এই বছর প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান ও মিয়ানমার অংশ নিচ্ছে, যা প্রদর্শনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রসারকে আরো জোরদার করছে। ইতালি, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের জাতীয় প্যাভিলিয়ন থাকবে, যেখানে দর্শনার্থীরা পাবেন এক্সক্লুসিভ কালেকশন ও ট্রেন্ডি ডিজাইন।
প্রদর্শনী শুধু কেনাকাটার জায়গা নয়, বরং শিল্পচর্চা ও জ্ঞান বিনিময়েরও প্ল্যাটফর্ম। থাকবে বিভিন্ন ওয়ার্কশপ ও সেশন, যেখানে গহনা ডিজাইন, উৎপাদন ও ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা হবে। উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
সময়সূচি:
বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার: দুপুর ১টা থেকে রাত ১০টা
শুক্রবার: বিকেল ৩টা থেকে রাত ১০টা
এক্সপো সেন্টার শারজাহর সিইও সাইফ মোহাম্মদ আল মিডফা বলেন, “এই প্রদর্শনী শুধু গহনার নয়, বরং সৃজনশীলতা, উদ্ভাবন ও আন্তর্জাতিক বাণিজ্যের এক মিলনমেলা”। এটি শারজাহকে একটি বৈশ্বিক গহনা বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা পাবেন বিলাসবহুল অভিজ্ঞতা, নতুন ডিজাইন এবং শিল্পের সর্বশেষ ধারা সম্পর্কে ধারণা; সব মিলিয়ে এটি হতে যাচ্ছে গহনাপ্রেমীদের জন্য এক অনন্য উৎসব।
তথ্যসূত্র: গালফ নিউজ