Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ১০ বছরের গোল্ডেন ভিসার আবেদনের নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২

ওমানে ১০ বছরের গোল্ডেন ভিসার আবেদনের নিয়ম

ওমান সরকার সম্প্রতি চালু করেছে ১০ বছরের গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম; যা বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা ও দক্ষ পেশাজীবীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করছে। এই উদ্যোগ ওমানের ভিশন-২০৪০ এর অংশ, যার লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশ ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি।

এই রেসিডেন্সি একটি পুনর্নবীকরণযোগ্য ১০ বছরের ভিসা, যা আবেদনকারীর পরিবারসহ স্থায়ীভাবে ওমানে বসবাসের অধিকার দেয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে-

- জীবনসঙ্গী

- সন্তান

- প্রথম শ্রেণির আত্মীয়স্বজন

বয়স বা সদস্য সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই, যা এটিকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য রেসিডেন্সি স্কিমের তুলনায় অনেক বেশি নমনীয় করে তুলেছে।

আবেদনকারীদের কমপক্ষে ২ লাখ ওমানি রিয়াল (প্রায় ৫ লাখ ২০ হাজার ডলার) বিনিয়োগ করতে হবে।

এই বিনিয়োগ হতে পারে-

- কোম্পানি স্থাপন বা মালিকানা

- পর্যটন কমপ্লেক্সে সম্পত্তি ক্রয়

- সরকারি ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ

- তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ

- ৫ বছরের জন্য ব্যাংকে স্থায়ী আমানত

- ৫০ জন ওমানি কর্মী নিয়োগসহ কোম্পানি পরিচালনা

আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, থাকতে হবে বৈধ পাসপোর্ট, পরিচ্ছন্ন পুলিশ রিপোর্ট এবং আর্থিক সক্ষমতার প্রমাণ।

প্রয়োজনীয় কাগজপত্র:

- বিনিয়োগের প্রমাণ (দলিল, লাইসেন্স, বন্ড) 

- ব্যাংক স্টেটমেন্ট

- পুলিশ ক্লিয়ারেন্স

- স্বাস্থ্যবীমা

- পারিবারিক সম্পর্কের দলিল (বিবাহ/জন্ম সনদ)

আবেদন করতে হবে ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সংস্থার মাধ্যমে। আবেদনকারীদের বিনিয়োগের পথ নির্বাচন করে প্রয়োজনীয় দলিলসহ আবেদন ফি জমা দিতে হবে। অনুমোদন পেলে ১০ বছরের রেসিডেন্সি দেওয়া হবে, যা নবায়নযোগ্য।

সুবিধাসমূহ:

- দ্রুত এয়ারপোর্ট পরিষেবা

- তিনজন গৃহকর্মী নিয়োগের অনুমতি

- পর্যটন কমপ্লেক্সের বাইরে সম্পত্তি মালিকানা

- দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা

- উন্নত জীবনমান সূচকে ওমানের চতুর্থ স্থান অর্জনের সুবিধা

এই গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম ওমানকে একটি নিরাপদ, বিনিয়োগবান্ধব এবং উচ্চমানের জীবনযাত্রার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করছে।

তথ্যসূত্র: ট্রাভেলোবিজ

Logo