Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ের বাতাস সবচেয়ে দূষিত; অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬

দুবাইয়ের বাতাস সবচেয়ে দূষিত; অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ

বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে।

২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে প্রকাশিত তথ্যে দেখা যায়, দুবাইয়ের একিউআই (Air Quality Index) স্কোর ছিল ১৮১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এই মাত্রার বায়ু শিশু, প্রবীণ ও অসুস্থদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এবং সাধারণ মানুষেরও বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

দুবাইয়ের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (১৭২ স্কোর), তৃতীয় অবস্থানে উগান্ডার কামপালা (১৫২), চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৭) এবং পঞ্চম অবস্থানে মিসরের কায়রো (১৪০)।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের এই মাত্রা শ্বাসতন্ত্র, হৃদরোগ ও ত্বকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। নগর পরিকল্পনা, যানবাহন নিয়ন্ত্রণ, শিল্প দূষণ কমানো এবং সবুজায়নের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তথ্যসূত্র: সময় নিউজ

Logo