মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ সেপ্টেম্বর ২০২৫
কুয়েতে প্রবাসী বাংলাদেশির করুণ পরিণতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫

বাহরাইন
বাহরাইনে রেড লাইট অমান্য করলেই ২০০ দিনার জরিমানা
বাহরাইনে রেড লাইট অমান্য করলেই ড্রাইভারদের ২০০ বাহরাইনি দিনার জরিমানা দিতে হবে। তবে যারা এক সপ্তাহের মধ্যে জরিমানাটি পরিশোধ করবেন, তাদের জন্য এটিকে অর্ধেক কমিয়ে ১০০ দিনার করা হবে। এমনটিই জানিয়েছে সড়ক পরিবহন ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই পদক্ষেপ কেবল শাস্তি আর আর্থিক জরিমানার জন্য নয়, বরং দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং চালকদের মধ্যে দায়িত্বশীল ড্রাইভিং স্কিল গড়ে তোলার একটি উদ্যোগ।
সড়ক পরিবহন ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা দেশটিতে চলতি প্রচারণার অংশ হিসেবে ড্রাইভারদের সচেতন করতে নিয়মিত সড়ক নিরাপত্তা বার্তা প্রচার করছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং পথচারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
কুয়েত
কুয়েতে প্রবাসী বাংলাদেশির করুণ পরিণতি
কুয়েতের মাহবুলা এলাকায় এক প্রবাসী বাংলাদেশি মারা গেছে। সেই প্রবাসী আত্মহত্যা করে থাকতে পারে বলে খবরে উল্লেখ করেছে আরব টাইমস। প্রতিবেদন অনুযায়ী, এই বাংলাদেশি প্রবাসী তার অসুস্থতার জন্য রাতের ডিউটির বদলে দিনে কাজ করতে চেয়েছিল। এ নিয়ে মালিকপক্ষের সাথে তার বনিবনা হচ্ছিল না। তাছাড়া, কুয়েত আসার আগে সে ঋণের দায়ে জর্জরিত ছিল। ফলে সে মানসিক চাপে ছিল। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপে হতাশার কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। আরব টাইমস এই শ্রমিকের নাম-পরিচয় না দিলেও দৈনিক কালবেলা জানিয়েছে, শ্রমিকের নাম তাজরুল মোল্লাহ। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া। আরব টাইমসের প্রতিবেদন আরো উল্লেখ করেছে, কুয়েতে শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা হয়, সাপ্তাহিক ছুটি না দেওয়া এমনকি দীর্ঘ সময় কাজের পরও থাকে না তাদের কোনো বিরতি। ফলে শ্রমিকরা মানসিক অবসাদে ভুগতে থাকে। তাজরুলের এমন মৃত্যু কুয়েতে প্রবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ২৩ সেপ্টেম্বর গ্রীষ্মের সমাপ্তি
সংযুক্ত আরব আমিরাতে ২৩ সেপ্টেম্বর গ্রীষ্মকাল শেষ হবে। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। গালফ নিউজ এ খবর দিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ২৩ সেপ্টেম্বরের পর থেকে রাতের দিকের তাপমাত্রা কমতে থাকবে। তবে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহ তীব্র গরমের সাথে শুষ্ক বাতাস ও ধূলিঝড় সৃষ্টি করতে পারে। সেপ্টেম্বর মাসে গড় আর্দ্রতা ৪৯ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে কুয়াশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য সেপ্টেম্বরের পর তাপমাত্রা গড়ে ৩২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে থাকবে। এই পরিবর্তনের সঙ্গে আবহাওয়া ধীরে ধীরে আরো স্বস্তিদায়ক হবে, যা ঘরের বাইরে কাজ করার উপযুক্ত পরিবেশ থাকবে।
ওমান
ওমানে সহজ হলো গোল্ডেন ভিসা
ওমান তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রাম আরো দ্রুত ও সহজ করেছে। যাতে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি আরো আকর্ষণীয় হয়। গালফ নিউজ এ খবর দিয়েছে।
গোল্ডেন ভিসা প্রোগ্রামের নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসায়ীরা ৫ বা ১০ বছরের স্থায়ী ভিসা পেতে পারেন। ১০ বছরের ভিসার জন্য বিনিয়োগের বিকল্প হিসেবে রয়েছে আবাসন, কোম্পানির শেয়ার, সরকারি বন্ড বা ৫০ জন ওমানি নাগরিককে কর্মী হিসেবে নিয়োগ করা। তবে ৫ বছরের ভিসার জন্য প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ হবে এর অর্ধেক। ভিসা আবেদন ও ব্যবসায়িক নিবন্ধন প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করতে ‘Invest Oman’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যা একই সাথে সময় ও খরচ বাঁচাবে। এই পদক্ষেপের মাধ্যমে ওমান বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট এবং দেশীয় ব্যবসা আরো বেশি শক্তিশালী হবে।