Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির রিয়াদে প্রবাসীদের আয়োজনে টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১

সৌদির রিয়াদে প্রবাসীদের আয়োজনে টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ

সৌদি আরবের রিয়াদে প্রবাসীরা আয়োজন করতে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট প্রিমিয়ার লিগ। ১২ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদের ধিরাবে একাডেমি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে ১৬ দল টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে। টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসবেন ৫০ জন আইকনিক ক্রিকেটার। বাংলাদেশের বিভিন্ন জেলার নামে তৈরি হবে দলগুলো । 

রিয়াদের বাথায় এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন, নিজ জেলার প্রবাসী ক্রিকেটার যুক্ত হবেন সেই দলে। টুর্নামেন্টের সাধারণ টিকিট মূল্য ৫ রিয়াল ও ভিআইপি টিকিটের দাম হবে ২০ রিয়াল। সংবাদ সম্মেলনে ক্রিকেট প্রিমিয়ার লিগ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মকবুল পাটোয়ারী।   ফখরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মো. সালাউদ্দিন, মো. রিদয় এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যম কর্মীরা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৭০ হাজার রিয়াল সমমূল্যের ব্র্যান্ড নিউ গাড়ি। জাতীয় দলের তারকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির টুর্নামেন্টে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে সৌদিতে প্রবাসীদের মাঝে বইছে উৎসাহের আমেজ।

Logo