দুবাই ছেড়ে রাস আল খাইমায় বাসা নিচ্ছেন আমিরাত বাসিন্দারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮

সংযুক্ত আরব আমিরাতের (UAE) ব্যস্ত শহর দুবাই থেকে অনেক বাসিন্দা এখন রাস আল খাইমাতে (RAK) বসবাসের জন্য স্থানান্তর করছেন। তাদের মতে, রাস আল খাইমায় জীবনযাত্রার খরচ কম, ট্রাফিকের ঝামেলা নেই এবং পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ রয়েছে।
দুবাইয়ের তুলনায় রাস আল খাইমায় বাসা ভাড়া অনেক কম। দুবাইয়ে যেখানে একটি ২ বেডরুমের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৬ হাজার দিরহাম পর্যন্ত হতে পারে, সেখানে রাস আল খাইমায় একই ধরনের অ্যাপার্টমেন্ট পাওয়া যায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার দিরহামে। শুধু ভাড়া নয়, খাবার, ইউটিলিটি বিল ও স্কুল ফিতেও রয়েছে উল্লেখযোগ্য সাশ্রয়।
রাস আল খাইমা থেকে দুবাইয়ের দূরত্ব মাত্র ১ ঘণ্টা। উন্নত সড়ক যোগাযোগ ও কম ট্রাফিকের কারণে অনেকেই রাস আল খাইমায় থেকে দুবাই বা শারজাহতে কাজ করছেন। পাশাপাশি কিছু কোম্পানি এখন রাস আল খাইমাতে অফিস খুলছে, ফলে স্থানীয় চাকরির সুযোগও বাড়ছে।
রাস আল খাইমার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়, সমুদ্র ও মরুভূমির মিশ্রণে গঠিত। এখানে জনসংখ্যা কম, দূষণও কম। ফলে পরিবার নিয়ে নিরাপদ ও আরামদায়কভাবে বসবাস করা যায়। অনেক বাসিন্দা বলছেন, “দুবাইয়ের ব্যস্ততা থেকে মুক্তি পেতে রাস আল খাইমাই এখন সেরা বিকল্প।”
রাস আল খাইমা এখন পর্যটনের জন্যও জনপ্রিয় হয়ে উঠছে। এখানে রয়েছে জেবেল জাইস, যা সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উঁচু পাহাড়, অ্যাডভেঞ্চার স্পোর্টস, রিসোর্ট ও ঐতিহাসিক স্থান। সরকারও আবাসন, শিক্ষা ও ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছে, যা রাস আল খাইমাকে ভবিষ্যতে ইউএইর অন্যতম আকর্ষণীয় আবাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।
তথ্যসূত্র: খালিজ টাইমস