Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ সেপ্টেম্বর ২০২৫

বাহরাইনে অভিযানে ৮৩ জন অবৈধ শ্রমিককে দেশে ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

বাহরাইনে অভিযানে ৮৩ জন অবৈধ শ্রমিককে দেশে ফেরত

বাহরাইন 

বাহরাইনে অভিযানে ৮৩ জন অবৈধ শ্রমিককে দেশে ফেরত 

বাহরাইনে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে পরিচালিত সাম্প্রতিক অভিযানে ২৪ জনকে আটক আর ৮৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। তবে কোন দেশের কর্মী-শ্রমিকদের ধরা হয়েছে বা দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তা খবরে বলা হয়নি। 

লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলা এ অভিযানে দেশব্যাপী মোট ১ হাজার ৭২৮টি অভিযান পরিচালিত হয়। যার মধ্যে ১ হাজার ৭১৫টি ছিল বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং বাকি ১৩টি যৌথ অভিযান চলে রাজধানী মানামা ও মুহাররাকে। অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ধরা পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তরসহ দেশটির বিভিন্ন সংস্থা এই অভিযানে অংশ নেয়। লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি জানায়, শ্রমবাজারের শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা রক্ষায়, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

কুয়েত

কুয়েতে মধ্য সেপ্টেম্বর থেকে তাপমাত্রা কমতে থাকবে

কুয়েতে মধ্য সেপ্টেম্বর থেকে তাপমাত্রা কমে আসতে শুরু করবে। অক্টোবরের প্রথম সপ্তাহে তা ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে দেশটির আবহাওয়াবিদ ফাহাদ আল ওতাইবির বরাতে বলা হয়েছে, এ সময়ে ধোঁয়াশার কারণের দৃষ্টিসীমা কমে আসবে। এই ধোঁয়াশা মূলত সূক্ষ্ম বালি, ফুলের পরাগ ও ক্ষয়প্রাপ্ত খনিজ কণার মিশ্রণ, যা বাতাসে ভেসে বেড়ায়। এটা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই ধোঁয়াশা সাধারণ কুয়াশার মতো দেখালেও এর প্রভাব আলাদা। এতে বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বেড়ে যায়, যা শ্বাসতন্ত্রের সমস্যা বাড়াতে পারে। হাঁপানি ও অ্যালার্জি রোগীদের জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক। কর্তৃপক্ষ সবাইকে ঘরের বাইরে কম বের হতে, মাস্ক ব্যবহার করতে এবং আবহাওয়া-সংক্রান্ত সব আপডেট নিয়মিত দেখতে পরামর্শ দিয়েছে।

দুবাই 

দুবাইয়ে সোনার দামে নতুন রেকর্ড 

দুবাইয়ে সোনার দাম গড়েছে নতুন রেকর্ড। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪২২.২৫ দিরহামে পৌঁছেছে, যা পূর্ববর্তী সর্বোচ্চ ৪২০ দিরহামকে ছাড়িয়ে গেছে। খালিজ নিউজ এ খবর দিয়েছে। 

অন্যদিকে, প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৯১.২৫ দিরহাম, ২১ ক্যারেট ৩৭৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩২১.২৫ দিরহাম নির্ধারিত হয়েছে। অন্যদিকে, বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৪৯৫.৭৯ মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ১.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতা, বাণিজ্যিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার ক্রয় বৃদ্ধির কারণে দাম আরো বাড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে দাম বাড়বে কিনা, তা নির্ভর করবে অর্থনৈতিক পরিস্থিতি ও বাজারের চাহিদার উপর।

সৌদি আরব 

সৌদি আরবে ঝড়-বাদলা-বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় এলাকায় বজ্রপাতসহ ঝড়, বাদলার কারণে সতর্কতা জারি করা হয়েছে। যার কারণে হরকা বানের সৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এ অবস্থা চলতে পারে বলে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। সৌদি গেজেট এ খবর দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মক্কা, তায়েফ, মায়সান, আদহাম, আল-আরদিয়াত, আল-লিথ এবং কুনফুধাহসহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং বালু ঝড়ের সৃষ্টি করতে পারে। এছাড়া জাজান, আসির ও আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সিভিল ডিফেন্স বিভাগ জনগণকে বন্যাপ্রবণ এলাকা ও উপত্যকা থেকে দূরে থাকার এবং সেখানে সাঁতার না কাটার পরামর্শ দিয়েছে। 

Logo