
ওমানের আকাশে আগামী ৭ সেপ্টেম্বর রোববার দেখা যাবে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ। এই মহাজাগতিক দৃশ্য বিশ্বের বহু মহাদেশে দৃশ্যমান হবে, যার মধ্যে ওমান অন্যতম। দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা Oman Society for Astronomy and Space (OSAS) জানিয়েছে, তারা এই গ্রহণ পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
OSAS-এর পরিচালক সালেম বিন সাইফ আল সিয়াবি জানিয়েছেন, চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ প্রকল্পটি ওমানের পর্যটন, ধর্ম ও প্রশাসনিক মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় পরিচালিত হবে। লক্ষ্য হলো ওমানকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরা এবং ভিশন ২০৪০-এর লক্ষ্য পূরণে অবদান রাখা।
গ্রহণ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে টেলিস্কোপের মাধ্যমে সাধারণ মানুষের জন্য পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। থাকবে তাত্ত্বিক লেকচার, কর্মশালা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সন্ধ্যা আয়োজন, যেখানে অংশগ্রহণকারীরা বিজ্ঞান ও সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা পাবেন।
এছাড়া গ্রহণের সময় ছবি তোলা, তথ্য সংগ্রহ এবং গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এতে অংশ নিচ্ছে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি ও প্রয়োগ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের জ্যোতির্বিজ্ঞান ক্লাব।
আল সিয়াবি বলেন, “এই আয়োজন শুধু সাধারণ পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে তরুণদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান চর্চা বাড়বে এবং ভবিষ্যতের জন্য একটি দক্ষ ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে।”
তথ্যসূত্র: ওমান অবজারভার