Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩১ আগস্ট ২০২৫

সৌদিতে আইন ভঙ্গের দায়ে জেলে প্রায় ২১ হাজার অভিবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২১:৪৩

সৌদিতে আইন ভঙ্গের দায়ে জেলে প্রায় ২১ হাজার অভিবাসী

সৌদি আরব 

সৌদিতে আইন ভঙ্গের দায়ে জেলে প্রায় ২১ হাজার অভিবাসী 

আইন ভঙ্গের দায়ে সৌদিতে জেলে আছেন প্রায় ২১ হাজার অভিবাসী। সৌদি গেজেটের এক খবরে এই তথ্য জানা যায়। খবরে আরো বলা হয়েছে, ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১১ হাজার ২৭৯ প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

এছাড়া গত এক সপ্তাহে ২০ হাজার ৩৩৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতদের ৯৯ শতাংশ ইয়েমেনি ও ইথিওপিয়ার নাগরিক। বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। তবে এশিয়ান বা বাংলাদেশি প্রবাসী আছেন কিনা, তা জানানো হয়নি।  

বাহরাইন 

বাহরাইনে আসছে হেমন্তের হাওয়া

বাহরাইনে তীব্র গরমের পর ধীরে ধীরে তাপমাত্রা কমে আসবে আগামী সপ্তাহ থেকে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে, যা অত্যন্ত গরম। গরমের সাথে বাহরাইনে আর্দ্রতাও থাকবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে।

এই সময়ে সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতে তীব্র গরমের সাথে বাতাসে থাকবে ধুলাবালি। ঘোলা আকাশের সাথে আবহাওয়াও খারাপ থাকবে। তবে ৮ সেপ্টেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। তাপমাত্রা নেমে আসবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। তখন সুনীল আকাশের সাথে দেখা মিলবে হেমন্তের আগমনী বার্তা। এই পরিবর্তন স্থানীয় ও প্রবাসীদের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে আসবে।

কুয়েত 
কুয়েতে তার চুরি করে ধরা পড়লেন তিন দেশের নাগরিক 
কুয়েত সিটিতে সরকারি তার চুরির ঘটনায় বাংলাদেশি, ভারতীয় ও কুয়েতি নাগরিকসহ একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আরব টাইমস জানিয়েছে, গত ২৫ আগস্ট জলীব আল-শুয়ুখ এলাকা থেকে সরকারি তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন একজন কুয়েতি নাগরিক। পরে তদন্তে আরো কয়েকজন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের সম্পৃক্ততা পাওয়া যায়। তারা স্বীকার করেছে, কেবল বাড়তি ইনকামের লোভে তারা এই কাজ করতেন। এছাড়া কুয়েতি নাগরিক চুরির ঘটনায় নিজের লাভের ভাগ নেওয়ার কথা স্বীকার করেছেন। সব আসামিকে বিচারের মুখোমুখি করা হয়েছে। কুয়েতের পুলিশ বলছে, এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অভিযান চালু থাকবে। 

Logo