মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩১ আগস্ট ২০২৫
সৌদিতে আইন ভঙ্গের দায়ে জেলে প্রায় ২১ হাজার অভিবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২১:৪৩

সৌদি আরব
সৌদিতে আইন ভঙ্গের দায়ে জেলে প্রায় ২১ হাজার অভিবাসী
আইন ভঙ্গের দায়ে সৌদিতে জেলে আছেন প্রায় ২১ হাজার অভিবাসী। সৌদি গেজেটের এক খবরে এই তথ্য জানা যায়। খবরে আরো বলা হয়েছে, ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১১ হাজার ২৭৯ প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া গত এক সপ্তাহে ২০ হাজার ৩৩৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতদের ৯৯ শতাংশ ইয়েমেনি ও ইথিওপিয়ার নাগরিক। বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। তবে এশিয়ান বা বাংলাদেশি প্রবাসী আছেন কিনা, তা জানানো হয়নি।
বাহরাইন
বাহরাইনে আসছে হেমন্তের হাওয়া
বাহরাইনে তীব্র গরমের পর ধীরে ধীরে তাপমাত্রা কমে আসবে আগামী সপ্তাহ থেকে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে, যা অত্যন্ত গরম। গরমের সাথে বাহরাইনে আর্দ্রতাও থাকবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে।
এই সময়ে সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতে তীব্র গরমের সাথে বাতাসে থাকবে ধুলাবালি। ঘোলা আকাশের সাথে আবহাওয়াও খারাপ থাকবে। তবে ৮ সেপ্টেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। তাপমাত্রা নেমে আসবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। তখন সুনীল আকাশের সাথে দেখা মিলবে হেমন্তের আগমনী বার্তা। এই পরিবর্তন স্থানীয় ও প্রবাসীদের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে আসবে।