Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বাড়ছে পর্যটক ও ব্যবসায়ীর আনাগোনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৭

বাহরাইনে বাড়ছে পর্যটক ও ব্যবসায়ীর আনাগোনা

২০২৫ সালের জুলাই মাসে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৮ লাখ ৬৫ হাজার ৭৫৩ জন যাত্রী আসা-যাওয়া করেছে। জুন মাসের চেয়ে যাত্রীর যাতায়াতের এই চিত্র প্রায় ১১ শতাংশ বেশি। বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিভিল অ্যাভিয়েশন বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।

জুলাই মাসে বাহরাইন বিমানবন্দরে মোট ৮ হাজার ৭৪৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩৭৬টি ছিল প্রস্থান এবং ৪ হাজার ৩৭২টি আগমন। এছাড়া বাহরাইনের আকাশসীমা অতিক্রম করেছে আরো ৪৭ হাজার ৮৩২টি বিমান।

এই মাসে মোট ৩৫ হাজার ১২৯ টন কার্গো ও এয়ারমেইল পরিচালিত হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৭৬০ টন ছিল আমদানি, ৮ হাজার ৬১৪ টন রপ্তানি এবং ১২ হাজার ৭৫৫ টন ট্রানজিট পণ্য।

এই তথ্য এ জন্য গুরুত্বপূর্ণ যে, বাহরাইনে বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত বেড়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ভারতের বেঙ্গালুরু ও হায়দরাবাদ রুটে এই দুই শহর থেকে যাত্রী সংখ্যা বেড়েছে ১১৭%। মোট যাত্রী ৩৭ হাজার ২৬৬ জন। এছাড়া আবুধাবি থেকে যাত্রী সংখ্যা বেড়েছে ৩১% (৫৭,৩০১ জন) এবং দোহা থেকে ১৮% (৫৪,১০১ জন)।

এই তথ্য বাহরাইনের আঞ্চলিক বিমান সংযোগ, পর্যটন এবং ব্যবসায়িক যাত্রার অগ্রগতিকেই তুলে ধরে। বিশেষ করে ভারত ও উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সংযোগ বৃদ্ধির ফলে বাহরাইন বিমানবন্দর এখন আরো বেশি যাত্রীবান্ধব ও কার্যকর হয়ে উঠছে। সেই সাথে বাড়ছে বিনিয়োগ, অর্থনৈতিক কার্যক্রম ও কর্মসংস্থান। 

তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন

Logo