Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ আগস্ট ২০২৫

বাহরাইনে কার টিন্টিংয়ের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২০:৪২

বাহরাইনে কার টিন্টিংয়ের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

বাহরাইন

বাহরাইনে কার টিন্টিংয়ের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

বাহরাইনে সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে গাড়ির উইন্ডো টিন্টিং বা গাড়ির গ্লাসে কালো রঙিন ফিল্ম লাগিয়ে দেওয়ার নামে প্রতারণা চলছে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে। প্রতারক চক্রটি কম খরচে দ্রুত সেবা দেওয়ার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। সরকারের পক্ষ থেকে নাগরিক ও বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে, যে কোনো প্রকার সেবার জন্য অর্থ লেনদেনের আগে অবশ্যই প্রতিষ্ঠানটি আইনত নিবন্ধিত কিনা এবং তাদের অফিস বা শাখা কার্যকর আছে কিনা, তা যাচাই করতে হবে। প্রতারণা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। সেই সাথে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ সচেতন নাগরিকরাই এমন অনলাইন প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।

কুয়েত 

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আল-আব্দালি ফার্মস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে প্রবাসী কোন দেশের বা তার নাম-পরিচয় জানানো হয়নি। আরব টাইমস জানিয়েছে, আল-ফালাহ সড়কে প্রবাসীর মোটরসাইকেল ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসী মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ মর্গে পাঠায় এবং গাড়িচালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের সড়কে আরো বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

ওমান 

ওমানে গোল্ডেন ভিসার নতুন নিয়ম: বিনিয়োগে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ

ওমান তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রাম নতুনভাবে চালু করছে, যাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি বসবাস আরো সহজ হয়। গালফ নিউজ জানিয়েছে, নতুন নিয়মে ১০ বছরের জন্য গোল্ডেন ভিসা পেতে অন্তত ৫ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে, যা হতে পারে রিয়েল এস্টেট, কোম্পানির শেয়ার, উন্নয়ন বন্ড কিংবা যে কোনো কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ। তবে ৫ বছরের ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে এর অর্ধেক বিনিয়োগ। নতুনভাবে চালু হওয়া এই ভিসায় পরিবারকেও সঙ্গে নেওয়ার সুযোগ রয়েছে। আবার বিনিয়োগকারীরা সরাসরি স্থানীয় অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন। ওমান সরকার আশা করছে, এই উদ্যোগ ওমানকে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে।

Logo