Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে একঘরে দুই বউ রাখার আবদার বাতিল করল আদালত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০১:০৫

আমিরাতে একঘরে দুই বউ রাখার আবদার বাতিল করল আদালত

আমিরাতের ফুজাইরাহ শহরের একজন স্বামী ভাবছিলেন, “একটা ছাদ, দুইটা বউ- কি এমন সমস্যা?” কিন্তু স্ত্রী বললেন, “না ভাই, এটা কোনো হোটেল না!” এবং আদালতও বলল, “ঠিকই তো, এটা তো মানসিক শান্তির প্রশ্ন!”

সংযুক্ত আরব আমিরাতের পারিবারিক আদালত সম্প্রতি এক নারীর পক্ষে রায় দিয়েছেন, যিনি তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। স্বামী দ্বিতীয়বার বিয়ে করে দুই স্ত্রীকে একসাথে রাখার হুমকি দিচ্ছিলেন। আদালতের মতে, এমন হুমকি মানসিক নির্যাতনের শামিল এবং তা বৈবাহিক অধিকার লঙ্ঘন করে।

প্রথমে নিম্ন আদালত এই অভিযোগ খারিজ করে দেয়। কিন্তু স্ত্রী আপিল করলে ফুজাইরাহর আপিল আদালত সংযুক্ত আরব আমিরাতের পারিবারিক আইনের ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রায় দেয়। যেখানে বলা হয়েছে- একজন স্ত্রীকে অন্য স্ত্রীর সঙ্গে একই বাসায় থাকতে বাধ্য করা যাবে না। এটি বৈবাহিক চুক্তির একটি মৌলিক অধিকার।

স্বামী হয়তো ভেবেছিলেন, “একসাথে থাকলে খরচ কমবে, ঝগড়া কমবে”। কিন্তু স্ত্রী বললেন, “খরচ কমুক, শান্তি যেন না কমে!” আদালতও বললেন, এক ছাদের নিচে দুই স্ত্রীকে জোর করে রাখা যাবে না। এটা কোনো ‘পারিবারিক প্যাকেজ’ না, বরং ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক স্থিতির প্রশ্ন।

আদালত এই হুমকিকে গৃহস্থালির শান্তি ও স্ত্রীর অধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। তবে আদালত স্বামীর আর্থিক দায়িত্ব সংক্রান্ত পূর্ববর্তী রায় বহাল রাখে। যার মধ্যে রয়েছে মাসিক ১ হাজার দিরহাম স্ত্রীর খরচ, ৫ হাজার দিরহাম সন্তানের খরচ, গৃহকর্মীর বেতন এবং সন্তানের পরিচয়পত্র হস্তান্তর। শুধু ‘দুই বউ একসাথে’ রাখার পরিকল্পনা বাতিল!

এই রায় যেন একরকম বার্তা- সংসার মানে শুধু ছাদ না; মানে সম্মান, স্বাধীনতা আর শান্তি। আর হ্যাঁ, দুই বউয়ের জন্য দুইটা ছাদ লাগতেই পারে! 

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo