আজমানে ই-স্কুটার নিষিদ্ধ: রাস্তায় শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০১:০৪

আজমানের রাস্তায় আর ই-স্কুটার চালিয়ে 'সুপারহিরো' হওয়ার দিন শেষ! জননিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা কমাতে আজমান পুলিশ সব ধরনের ইলেকট্রিক স্কুটার ও দুই চাকার যানবাহনকে পাবলিক রোডে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ই-স্কুটার চালকদের বেপরোয়া আচরণ, ট্রাফিক আইন লঙ্ঘন এবং দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাসে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়- অনেক চালক হেলমেট ছাড়া স্কুটার চালাচ্ছেন, ট্রাফিকের মধ্য দিয়ে বেপরোয়াভাবে চলছেন, একমুখী রাস্তায় উল্টো দিক দিয়ে যাচ্ছেন এবং ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার করছেন মোটরচালিত যানবাহনের মতো। এসব আচরণ পথচারী ও চালক উভয়ের জন্যই বিপজ্জনক।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত বা ভাড়ায় চালানো সব ধরনের ই-স্কুটারই আজমানের পাবলিক রাস্তায় নিষিদ্ধ। কেউ নিয়ম ভাঙলে তার স্কুটার জব্দ হতে পারে বা জরিমানা গুনতে হতে পারে। যদিও এখনো নির্দিষ্ট শাস্তির পরিমাণ জানানো হয়নি।
আজমান পুলিশ নাগরিকদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং অননুমোদিত এলাকায় স্কুটার চালানো থেকে বিরত থাকতে বলেছে। তাদের মতে, সবার আগে মানুষের নিরাপত্তা। আর প্রযুক্তি যতই আধুনিক হোক, নিয়ম না মানলে বিপদ অনিবার্য।
এই নিষেধাজ্ঞা শুধু আইন নয়, এক ধরনের সতর্কবার্তা, যেখানে বলা হচ্ছে, “নিয়ম ভাঙলে স্কুটার নয়, বিপদই আপনার সঙ্গী হবে”। তাই যারা স্কুটারে শহর চষে বেড়াতে চান, তাদের এখন বিকল্প ভাবতে হবে। নয়তো স্কুটার যাবে পুলিশের হেফাজতে, আর চালক যাবেন ট্রাফিক ক্লাসে!
তথ্যসূত্র: গালফ নিউজ