মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ আগস্ট ২০২৫
দুবাইয়ে পায়ে হেঁটে করা যাবে প্যাকেজ ডেলিভারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২০:০৭

সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে পায়ে হেঁটে করা যাবে প্যাকেজ ডেলিভারি
দুবাইয়ের বাসিন্দারা এখন পায়ে হেঁটেই আমাজনের প্যাকেজ ডেলিভারি করে বাড়তি আয় করতে পারছেন। খালিজ টাইমস এ খবর জানিয়েছে।
আমাজন ইউএই এবং দুবাই ফিউচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প ‘Sandbox Dubai’-এর অংশ, যা শহরের শুরু থেকে শেষ পর্যন্ত ডেলিভারিকে আরো সহজ ও পরিবেশবান্ধব করছে।
ভ্যান থেকে প্যাকেজ নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে পায়ে হেঁটেই। এতে বাসিন্দারা স্বল্প সময়ে অতিরিক্ত আয় করতে পারবেন এবং শহরের যানজট ও কার্বন নির্গমনও কমবে। তাছাড়া নাগরিক-বাসিন্দারা এই কাজ করে অতিরিক্ত অর্থ আয় করতে পারবেন।
বাহরাইন
ভুয়া ডিগ্রিতে ১৩ বছর চাকরি করে ধরা খেলেন প্রবাসী
ভুয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ১৩ বছর বাহরাইনে চাকরি করা এক প্রবাসী ধরা পড়েছেন। দেশটির আদালত তাকে ১০ বছর জেল দিয়েছে। বাহরাইনের সংবাদমাধ্যম বারনামা এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে ওই ব্যক্তি এশিয়ান নাগরিক। কিন্তু নাম-পরিচয় বা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি খবরে। যিনি ১৩ বছর বাহরাইনের ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটিতে চাকরি করেছেন। এই ঘটনা তখন সামনে এসেছে, যখন অথরিটি ওই ব্যক্তির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রিটি মন্ত্রণালয় পর্যায় থেকে যাচাই করার চেষ্টা করেছিল।
যাচাইয়ে ধরা পড়ে, যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেছেন তা ছিল নকল। নকল তথ্য দাখিল করার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে রায় দেয় বাহরাইনের আদালত।
সৌদি আরব
সৌদি সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ সীমান্তে দুটি পৃথক অভিযানে তিন লাখেরও বেশি অবৈধ মাদকের বড়ি জব্দ করেছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, মাদকের প্রথম চালানটি কিং ফাহাদ কজওয়ে দিয়ে প্রবেশ করা একটি গাড়ির স্পেয়ার টায়ারের ভেতরে লুকানো ছিল। আরেকটি চালান আল-হাদিথা সীমান্ত দিয়ে একটি বাসের ভেতরে লুকিয়ে আনা হচ্ছিল। কর্তৃপক্ষের তৎপরতায় মাদকগুলো আটক করা হয় এবং সংশ্লিষ্ট পাচারকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সৌদির জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সৌদি আল জৌফ অঞ্চলে পতিতাবৃত্তির অভিযোগে চার প্রবাসীকে ধরেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।
কুয়েত
কুয়েতে সপ্তাহান্তে তীব্র গরম ও ধূলিঝড়ের আশঙ্কা
কুয়েতে সপ্তাহান্তে প্রচণ্ড গরমের পাশাপাশি ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আরব টাইমস এই খবর দিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে শনিবারের মধ্যে দিনের তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ সময় দুপুরের প্রচণ্ড গরমে বাইরে চলাচল নাগরিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে মাঝারি থেকে দমকা বাতাস বইবে, যা অনেক এলাকায় ধূলিঝড় সৃষ্টি করতে পারে। পাশাপাশি উপকূলীয় এলাকায় আর্দ্রতা বৃদ্ধি পেয়ে গরমের অস্বস্তি আরো বাড়াবে।