Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ আগস্ট ২০২৫

বাহরাইনের রাস্তায় চালু হয়েছে স্মার্ট ক্যামেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:৫৩

বাহরাইনের রাস্তায় চালু হয়েছে স্মার্ট ক্যামেরা

বাহরাইন

বাহরাইনের রাস্তায় চালু হয়েছে স্মার্ট ক্যামেরা 

বাহরাইনের রাস্তায় স্মার্ট ক্যামেরায় রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং শুরু করেছে দেশটির ট্রাফিক বিভাগ। এসব স্মার্ট ক্যামেরা দিয়ে রাস্তায় গাড়ির চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে। কারা ট্রাফিক আইন ভঙ্গ করছেন, তা নিবিড় পর্যবেক্ষণ করছে তারা। দেশটিতে নতুন যে কঠিন আইনের ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে, তা দ্রুতই কার্যকর করা হবে এই স্মার্ট ক্যামেরার সহায়তা নিয়ে- এমনটাই বলা হয়েছে খবরে। যদি কোনো ড্রাইভার ট্রাফিক আইনের ব্যত্যয় ঘটান, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে নতুন ট্রাফিক আইন কার্যকর হবে বলে সতর্ক করা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নতুন ট্রাফিক আইনের বিষয়ে ওয়াকিবহাল থাকা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাহরাইন প্রবাসীরা।  

সৌদি আরব 

সৌদিতে গৃহকর্মীদের নতুন হেলথ ইন্স্যুরেন্স সুবিধা

সৌদি আরবে গৃহকর্মীদের হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনতে পদক্ষেপ নিয়েছে দেশটির কাউন্সিল অব হেলথ ইন্স্যুরেন্স। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে এর অংশ হিসেবে নতুন ক্যাটাগরির কর্মীদের ইন্স্যুরেন্স অন্তর্ভুক্তির সম্ভাবনা যাচাই করতে একটি পরামর্শক টিম গঠন করা হয়েছে। খবরে বলা হয়েছে, একই নিয়োগকর্তার অধীনে চার বা ততোধিক গৃহকর্মী থাকলে, তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের মাধ্যমে ধিরে ধিরে তিনজন অথবা দুইজন এমনকি একজন গৃহকর্মীকেও এই ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে। ইন্স্যুরেন্স সুবিধার মধ্যে থাকছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, সাধারণ ও জরুরি চিকিৎসা, হাসপাতাল ভর্তির খরচ, আনলিমিটেড ইমার্জেন্সি ভিজিট, ভ্যাকসিন ও ল্যাব টেস্টসহ অন্যান্য হেলথ কাভারেজ। এতে প্রবাসী শ্রমিকরা আগের চেয়ে আরো ভালো চিকিৎসা সুবিধা পাবেন। 

কুয়েত 

বিদেশে কর্মী নেওয়া কমাবে কুয়েত

কুয়েতে প্রাইভেট খাতে স্থানীয় কুয়েতিদের চাকরির সুযোগ বাড়াতে প্রবাসী কর্মী নিয়োগের ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, যেসব পদে কুয়েতিরা কাজ করতে সক্ষম, সে সব চাকরিতে বিদেশি কর্মী নিয়োগ করতে গেলে এখন থেকে অতিরিক্ত ফি দিতে হবে। গালফ নিউজ এই খবর দিয়েছে। এই পদক্ষেপ মূলত সরকারের “কুয়েতাইজেশন” নীতি ও ভিষণ ২০৩৫ পরিকল্পনার অংশ, যার প্রধান লক্ষ্য দেশটির প্রাইভেট সেক্টরে কুয়েতিদের অংশগ্রহণ বাড়ানো। এমন উদ্যোগের কারণে বোঝা যাচ্ছে ধীরে ধীরে বিদেশি কর্মী নেওয়া কমাবে। কুয়েতি অর্থনীতিবিদরা মনে করছেন, ব্যাংকিং, ফাইন্যান্স, রিয়েল এস্টেট ও সার্ভিস সেক্টরসহ বিভিন্ন খাতে তরুণ কুয়েতিদের সম্পৃক্ত করাই হবে “কুয়েতাইজেশন” নীতির মূল লক্ষ্য। বিদেশি নিয়োগের ওপর নির্ভরশীলতা কমিয়ে আগামী দিনে প্রাইভেট সেক্টরে স্থানীয়দের অংশগ্রহণই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।

কুয়েতে দিনে রাস্তায় আবারো নামছে ডেলিভারি মোটরসাইকেল  

এদিকে, গ্রীষ্মকালের প্রচণ্ড তাপ থেকে কর্মীদের সুরক্ষায় দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েতে আবারো চালু হচ্ছে মোটরসাইকেল ডেলিভারি সেবা। কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ ও জনশক্তি কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম আবার শুরু হবে। আরব টাইমস জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধু নির্দিষ্ট এলাকায় মোটরসাইকেল চালানো যাবে। তবে হাইওয়ে ও রিং রোডে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, বরং কুয়েতে অতিরিক্ত গরমের কারণে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ। 

Logo