কুয়েতের গভর্নরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০৮

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সম্প্রতি দেশটির আল আহমাদী গভর্নর শেখ হামুদ জাবের আল আহমেদ আল সাবাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২৬ আগস্ট অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গভর্নর শেখ হামুদ জাবের আল আহমেদ আল সাবাহ রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কুয়েত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী এবং তিনি এই সম্পর্ককে আরো বিস্তৃত পর্যায়ে এগিয়ে নিতে রাষ্ট্রদূতের সাফল্য কামনা করেন।
রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন কুয়েত সরকারের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং কূটনৈতিক মিশনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যয় জানান।
এর আগে গত ২৫ আগস্ট রাষ্ট্রদূত কুয়েতের ন্যাশনাল গার্ড প্রধান শেখ মোবারক হুমুদ আল জাবের আল সাবাহর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। সে বৈঠকেও দুই দেশের নিরাপত্তা, শ্রম ও অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এই ধারাবাহিক সাক্ষাৎ ও আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্ক আরো সুদৃঢ় ও কার্যকর হবে বলে আশা করা যায়।
তথ্যসূত্র: কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ