Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ভিসা জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০৭

কুয়েতে ভিসা জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

কুয়েতে ভিসা জালিয়াতির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে তিনজন কুয়েতি এবং তিনজন মিসরীয় নাগরিক বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে অবৈধভাবে কোম্পানির লাইসেন্স প্রদান এবং ভুয়া নিয়োগে জড়িত ছিলেন। তারা ২৮টি কোম্পানির লাইসেন্স ব্যবহার করে ৩৮২ জন কর্মীকে অবৈধভাবে নিয়োগ করেছেন।

তদন্তে উঠে এসেছে, প্রত্যেক কর্মীর কাছ থেকে ৮০০ থেকে ১,০০০ কুয়েতি দিনার পর্যন্ত অর্থ আদায় করা হয়েছে। এছাড়া জনশক্তি বিভাগের তথ্য সিস্টেমে প্রবেশের জন্য অতিরিক্ত ২০০ থেকে ২৫০ দিনার ঘুষ নেওয়া হয়েছে। কোম্পানির মালিক ও ব্যবস্থাপকরা এই ভুয়া নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি জড়িত ছিলেন। দালালদের মাধ্যমে ঘুষের সমন্বয় করা হয়েছে এবং মধ্যস্থতাকারীরা কমিশনের বিনিময়ে ব্যাংক আমানত ও নগদ অর্থের মাধ্যমে ঘুষ প্রদান করেছেন।

শ্রম বিভাগের কিছু কর্মকর্তা ঘুষের বিনিময়ে শ্রম চাহিদার অনুমান জালিয়াতি করেছেন, যা পুরো প্রক্রিয়াকে আরো দুর্নীতিগ্রস্ত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের অধিকার রক্ষা এবং আবাসিক ভিসা জালিয়াতি রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।

তথ্যসূত্র: সময় অনলাইন

Logo