বাহরাইনে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য মজুরি চায় যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৩৭
বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (LMRA) সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে। তারা রাজধানী মানামায় অবস্থিত অভিবাসী শ্রমিক সুরক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে বিদেশি শ্রমিকদের জন্য নিরাপদ আশ্রয়, আইনি সহায়তা এবং মানবিক সেবা প্রদান করা হয়। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাহরাইনে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় গৃহীত পদক্ষেপ ও কাঠামো সরাসরি পর্যবেক্ষণ করা।
পরিদর্শনকালে LMRA কর্মকর্তারা প্রতিনিধি দলকে জানান, বাহরাইন সরকার এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষিত থাকে। তারা তুলে ধরেন ‘Wage Protection System’-এর মতো প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা, যা শ্রমিকদের বেতন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া মানব পাচার প্রতিরোধে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম এবং অভিবাসী শ্রমিক সুরক্ষা কেন্দ্রের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এই সুরক্ষা কেন্দ্রটি মানব পাচার প্রতিরোধে জাতীয় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। এখানে সম্ভাব্য শোষণ বা পাচারের শিকার শ্রমিকদের জন্য জরুরি সহায়তা, আইনি পরামর্শ এবং নিরাপদ আশ্রয় প্রদান করা হয়। প্রতিনিধি দল কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাহরাইনের এসব উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে। তারা অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপগুলোকে প্রশংসা করেন এবং ভবিষ্যতে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এই সফরকে দুই দেশের মধ্যে শ্রমিক অধিকার ও মানব পাচার প্রতিরোধে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন
logo-1-1740906910.png)