Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিসা চালুর বিষয়ে আবারো আলোচনা বাহরাইনে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২১:৩৩

ভিসা চালুর বিষয়ে আবারো আলোচনা বাহরাইনে

বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার বিষয়সহ বিভিন্ন ইস্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। ২৭ আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল জালাহ মারের সাথে রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের এই বৈঠক অনুষ্ঠিত হয়। দূতাবাসের ফেসবুকে এই খবর জানানো হয়। 

বৈঠকে বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর করা, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বাড়ানো, মানামা সংলাপ ২০২৫ আয়োজন-সংক্রান্ত বিষয়ে তারা আলোচনা করেন। এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা অপেক্ষার প্রহর গুনছেন কখন দেশটিতে ভিসা দেওয়া আবার সহজ করা হয়। এ নিয়ে সিরিজ আলোচনা করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে Foreign Office Consultation-২০২৫ এর জন্য বাংলাদেশ সফরের বিষয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আন্ডার সেক্রেটারি বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিশেষভাবে গণশুনানি ও মোবাইল কনসুল্যার ক্যাম্প আয়োজনের জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন। 

Logo