_MC_27-68aeb2dfdf423.jpg)
সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা করেছে যে আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের প্রাইভেট সেক্টরের কর্মীরা পূর্ণ বেতনের ছুটি পাবেন। এই ছুটির ফলে কর্মীরা শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন বিশ্রাম নিতে পারবেন।
এই ঘোষণা দিয়েছে ইউএইর মানবসম্পদ ও অ্যামিরাটাইজেশন মন্ত্রণালয় (MoHRE)। তারা জানিয়েছে, এই ছুটি ইসলামি বর্ষপঞ্জির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর নির্ধারিত হয়েছে। একই দিনে সরকারি কর্মীদের জন্যও ছুটি ঘোষণা করেছে ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস।
এই ছুটি শুধু ধর্মীয় গুরুত্ব বহন করে না, বরং কর্মীদের জন্য মানসিক প্রশান্তি ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও তৈরি করে। বিশেষ করে যারা সপ্তাহজুড়ে কাজ করেন, তাদের জন্য এটি একটি স্বস্তির সময়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ছুটি দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায় এবং কর্মীদের মধ্যে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়।
এই তিন দিনের ছুটি কর্মীদের কাজে উৎসাহ বাড়াতে এবং কাজের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: অ্যারাবিয়ান বিজনেস