Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সেপ্টেম্বরজুড়ে দুবাইয়ে নানা আয়োজন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:১৮

সেপ্টেম্বরজুড়ে দুবাইয়ে নানা আয়োজন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সেপ্টেম্বর মাসে থাকছে নানা আয়োজন। শহরজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যা নাগরিকদের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। 

১. নবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিনে ছুটি: সেপ্টেম্বর ৫ তারিখ শুক্রবার নবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে দুবাইয়ে বেসরকারি খাতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই দিনে বিনামূল্যে পার্কিং সেবা পাবে নগরবাসী, মেট্রোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে, সালিক টোল গেটের সময় ও চার্জেও পরিবর্তন হতে পারে।

২. গ্রীষ্মকালীন সময়সূচিতে পরিবর্তন: দুবাইয়ের গ্রীষ্মকাল শেষ হবে ২২ সেপ্টেম্বর সোমবার। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এই বছর গ্রীষ্মকাল ছিল ৩ মাস ১ দিন। যদিও আবহাওয়ার দিক থেকে আগস্টই শেষ গরমের মাস।

৩. চার দিনের কর্মসপ্তাহ শেষ: সরকারি কর্মীদের জন্য গ্রীষ্মকালীন চার দিনের কর্মসপ্তাহের সুবিধা ১২ সেপ্টেম্বর শুক্রবারে শেষ হবে। এই স্কিমটি ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল।

৪. এশিয়া কাপ ক্রিকেট: সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত।

৫. বিচ ক্লাবগুলো আবার খুলছে: গ্রীষ্মের গরমে বন্ধ থাকা জনপ্রিয় বিচ ক্লাবগুলো আবার খুলছে। নিক্কি বিচ, ও’বিচ, বিসিএইচ: সিএলবি ঘিরে সেপ্টেম্বর থেকে পার্টি ও বিনোদন আবার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

৬. দুবাই মেট্রোর ১৬তম বার্ষিকী: দুবাই মেট্রো ১৬ বছর পূর্ণ করছে। গত বছর ১৫তম বার্ষিকীতে ছিল ফ্রি আইসক্রিম, Nol কার্ড ছাড় ও সংগ্রহযোগ্য উপহার। এবারো থাকছে জমজমাট আয়োজন। কিছু বিশেষ ছাড় বা ঘোষণা আসতে পারে।

এই পরিবর্তনগুলো দুবাইবাসীর দৈনন্দিন জীবন ও চলাচলে প্রভাব ফেলবে।

তথ্যসূত্র: টাইম আউট দুবাই

Logo