সৌদি আরবে পেশাগত স্বীকৃতি পেল ৪৬০০০০ বিদেশি কর্মী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:১৬

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া “Professional Accreditation Programme”-এর আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৪ লাখ ৬০ হাজার বিদেশি কর্মীকে পেশাগত স্বীকৃতি দেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১৬০টি দেশ থেকে আগত কর্মীদের দক্ষতা যাচাই করে তাদের বিভিন্ন পেশায় স্বীকৃতি দেওয়া হয়েছে।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সৌদি শ্রমবাজারে দক্ষ ও যোগ্য কর্মী নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। এতে ডিজিটাল প্রযুক্তি, সংস্কৃতি ও বিনোদন, আর্থিক পরিষেবা, বীমা, জ্বালানি, পরিবহন ও লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মরত বিদেশি কর্মীরা অন্তর্ভুক্ত হয়েছেন।
পেশাগত স্বীকৃতির জন্য কর্মীদের দুটি ধাপে পরীক্ষা দিতে হয়- তাত্ত্বিক ও ব্যবহারিক। এই পরীক্ষাগুলো কর্মীদের বাস্তব দক্ষতা যাচাই করে, যাতে তারা সৌদি আরবের শ্রমবাজারে কাজের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত করা যায়। বর্তমানে দেশজুড়ে এবং আন্তর্জাতিকভাবে ১৫০টির বেশি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
কর্মসূচির আওতায় রয়েছে একটি “Professional Verification Service”, যার মাধ্যমে কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার সত্যতা যাচাই করা হয়। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় এবং সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়, যা নিয়োগকর্তা ও কর্মী উভয়ের জন্য সময় ও খরচ সাশ্রয়ী।
এই কর্মসূচির মাধ্যমে সৌদি সরকার শ্রমবাজারে দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে চায়। একই সঙ্গে এটি বিদেশি কর্মীদের জন্য একটি বড় সুযোগ, যেখানে তারা নিজ নিজ পেশায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে পারেন এবং সৌদি আরবে কাজের সুযোগ আরও বিস্তৃত করতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে এটি দক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদি শ্রমবাজারকে আরো আকর্ষণীয় করে তুলবে।
তথ্যসূত্র: অ্যারাবিয়ান বিজনেস