Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ৩৬ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:০১

বাহরাইনে ৩৬ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

বাহরাইনের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০৩৫ সালের মধ্যে দেশজুড়ে ৩.৬ মিলিয়ন গাছ রোপণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন পৌরসভা ও কৃষি বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়েল বিন নাসের আল মুবারক। সম্প্রতি রাশিদ ইকুয়েস্ট্রিয়ান ও হর্স রেসিং ক্লাব পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন তিনি।

জাতীয় বনায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প শুধু বাহরাইনের সৌন্দর্য বৃদ্ধিই নয় বরং দীর্ঘমেয়াদি পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী বলেন, “এই উদ্যোগ আমাদের জাতীয় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার।”

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন কর্মবিভাগের উপসচিব ইঞ্জিনিয়ার শেখ মিশাল বিন মোহাম্মদ আল খলিফা, বারিক আল রেতাজের ব্যবস্থাপনা পরিচালক ড. মাহের আল শায়ের এবং ক্লাবের সিইও ইউসুফ ওসামা বুহেজ্জি। তারা ক্লাবের উন্নয়ন ও সবুজায়নের প্রশংসা করেন। এই উদ্যোগ বাহরাইনের ক্রীড়া ও পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে।

বুহেজ্জি জানান, ক্লাবের সবুজায়ন শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, বরং জাতীয় পরিবেশগত ও কৃষি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, “গাছ রোপণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।”

এই প্রকল্প বাহরাইনের কার্বন নিরপেক্ষতার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা বৈশ্বিক জলবায়ু লক্ষ্য পূরণে সহায়ক হবে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাহরাইন হয়ে উঠবে একটি সবুজ, সচেতন ও পরিবেশবান্ধব রাষ্ট্র।

তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন

Logo