Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে স্কুল খোলার উৎসব: নতুন শিক্ষাবর্ষে প্রাণচাঞ্চল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৫৯

আমিরাতে স্কুল খোলার উৎসব: নতুন শিক্ষাবর্ষে প্রাণচাঞ্চল্য

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সূচনায় আমিরাতজুড়ে শুরু হয়েছে স্কুল খোলার উৎসব। দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি শেষে শিক্ষার্থীরা আবারো শ্রেণিকক্ষে ফিরেছে। অভিভাবক ও শিক্ষকরাও নতুন উদ্যমে শুরু করেছেন শিক্ষাবর্ষের কার্যক্রম। আবুধাবি, দুবাই, শারজাহসহ বিভিন্ন অঞ্চলে হাজার হাজার শিক্ষার্থী স্কুলে ফিরেছে।

দুবাইয়ের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে বর্ণিল অনুষ্ঠান। নতুন বই, ইউনিফর্ম, ব্যাগ ও প্রযুক্তিনির্ভর ক্লাসরুমে শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস। অনেক স্কুলে ‘ওরিয়েন্টেশন ডে’ পালন করা হয়েছে। অভিভাবকদের সঙ্গে শিক্ষকরা শিক্ষাবর্ষের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। কোনো কোনো স্কুল আয়োজন করেছে ফ্রি আইসক্রিম উৎসবের।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের শিক্ষাবর্ষে প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করতে কাউন্সেলিং সেশন ও ‘ওয়েলনেস প্রোগ্রাম’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্কুল পরিবহন, প্রবেশপথ, স্বাস্থ্যবিধি ও জরুরি প্রস্তুতির বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদের জন্য অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে নতুন ক্লাস, নতুন বন্ধু ও নতুন পাঠ্যসূচি নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রথম দিনের উত্তেজনায় আনন্দিত, আবার কেউ কেউ নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় নিচ্ছে। শিক্ষকরা বলছেন, “প্রথম সপ্তাহটা শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে উঠবে।”

এদিকে, অভিভাবকদের মধ্যে রয়েছে আশা ও উদ্বেগ। অনেকেই বলছেন, “প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ভালো, তবে শিক্ষার মান ও মানবিক মূল্যবোধের দিকেও নজর দেওয়া জরুরি।”

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আমিরাতের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও শিক্ষার গুণগত মানের সমন্বয়ে এই শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য হতে পারে এক নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার বছর।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo