জর্ডানে চাকরির খবর
নারী কর্মী নেবে জর্ডানের ৩ কোম্পানি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:৫২

জর্ডানের তিনটি গার্মেন্টস কোম্পানিতে বিভিন্ন পদে লোক নেবে ৩২০ জন।
জর্ডানের জেরাশ গার্মেন্টসে ২০০ জন নারী মেশিন অপারেটর চেয়ে বোয়েসেলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যাদের বেতন ধরা হয়েছে ১৮৩.৬১ মার্কিন ডলার, যা ২২ হাজার টাকার বেশি। নারী কর্মীদের বয়স হতে হবে ২০-৩৫ এর মধ্যে। চাকরির চুক্তি হবে ৩ বছরের জন্য, যা পরে আবার রিনিউ করা যাবে। সপ্তাতে ছয় দিন আট ঘণ্টা কাজ করতে হবে। ওভারটাইমের সুযোগ আছে। সিলেক্ট হলে কোম্পানি থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে। কাজে যোগদানের সময় ও ফেরত যাওয়ার সময় বিমান ভাড়া কোম্পানি দেবে। তবে দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না। ২৯ আগস্ট সকাল ৮টায় আগ্রহীদের ইন্টারভিউর জন্য ঢাকার মিরপুরের দারুস সালাম রোডের বাংলাদেশ-কোরিয়া কারিগরি কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ইন্টারভিউর সময় চার কপি ছবি, পাসপোর্ট ও ফটোকপি, ভোটার আইডি ও তার ফটোকপি, বর্তমান কর্মক্ষেত্রের পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে। নারী কর্মীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে তার লিংক দেওয়া হয়েছে।
https://brms.boesl.gov.bd/jobs/1683
এদিকে, জর্ডানের নিউ সেঞ্চুরি গার্মেন্টসে ৫০ জন নারী মেশিন অপারেটর লাগবে। যাদের বেতন ধরা হয়েছে ১৩০ জর্ডানি দিনার, যা ২২ হাজার টাকার বেশি।
নারী কর্মীদের বয়স হতে হবে ২০-৩৫ এর মধ্যে। চাকরির চুক্তি হবে ৩ বছরের জন্য। সপ্তাতে ছয় দিন আট ঘণ্টা কাজ করতে হবে। ওভারটাইমের সুযোগ আছে। সিলেক্ট হলে কোম্পানি থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে। কাজে যোগদানের সময় ও ফেরত যাওয়ার সময় বিমান ভাড়া কোম্পানি দেবে। তবে দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না।
২৯ আগস্ট শুক্রবার সকাল ৮টায় আগ্রহীদের ইন্টারভিউর জন্য ঢাকার মিরপুরের দারুস সালাম রোডের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ইন্টারভিউর সময় চার কপি ছবি, পাসপোর্ট ও ফটোকপি, ভোটার আইডি ও তার ফটোকপি, বর্তমান কর্মক্ষেত্রের পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে। এই কোম্পানিতে আবেদন করতে ঢুকতে পারেন এই লিংকে।
https://brms.boesl.gov.bd/jobs/1686
জর্ডানের আরেক কোম্পানি নিডেল ক্রাফট ৭০ জন নারী কর্মী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। যাদের মধ্যে মেশিন অপারেটর ৬০ জন আর চেকার ১০ জন।
যাদের বেতন ধরা হয়েছে উভয়েরই ১৩০ জর্ডানি দিনার, যা ২২ হাজার টাকার বেশি। কর্মীদের বয়স হতে হবে ২২-৩৫ এর মধ্যে। চাকরির চুক্তি হবে ৩ বছরের জন্য, যা পরে আবার রিনিউ করা যাবে। সপ্তাতে ছয় দিন আট ঘণ্টা কাজ করতে হবে। ওভারটাইমের সুযোগ আছে।
সিলেক্ট হলে কোম্পানি থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে। কাজে যোগদানের সময় ও ফেরত যাওয়ার সময় বিমান ভাড়া কোম্পানি দেবে।
তবে দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না। ২৯ আগস্ট সকাল ৮টায় আগ্রহীদের ইন্টারভিউর জন্য ঢাকার মিরপুরের দারুস সালাম রোডের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে থাকতে বলা হয়েছে।
কর্মীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে তার লিংক দেওয়া হয়েছে।
https://brms.boesl.gov.bd/jobs/1685
এই তিনটি কোম্পানিতে আবেদনের শেষ সময় ২৯ আগস্ট। এ সেক্টরে যোগ্যতা থাকলে আপনিও নিতে পারেন বিদেশে চাকরির সুযোগ।