Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ আগস্ট ২০২৫

৮৩ অবৈধ শ্রমিককে ডিপোর্ট করেছে বাহরাইন পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:১৯

৮৩ অবৈধ শ্রমিককে ডিপোর্ট করেছে বাহরাইন পুলিশ

বাহরাইন

৮৩ অবৈধ শ্রমিককে ডিপোর্ট করেছে বাহরাইনি পুলিশ

অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ২৪ জনকে গ্রেফতার করেছে বাহরাইনের পুলিশ। আর ৮৩ জনকে দেশটি থেকে বের করে দেওয়া হয়েছে। তবে কোন দেশের কত শ্রমিককে গ্রেফতার করা হয়েছে আর কাদের বাহরাইন থেকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশ বাহরাইনে কাজ করেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশের কর্মীরা। বাংলাদেশের কমপক্ষে দেড় লক্ষ পেশাজীবী, কর্মী-শ্রমিক আছেন দেশটিতে। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা এই অভিযান চালিয়েছে গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে ১ হাজার ৭১৫টি অভিযান চালানো হয় সব গভর্নরেটে। বাসস্থানের আইন লঙ্ঘনের নানা ঘটনা তারা দেখতে পেয়েছেন। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, অবৈধ কর্মীদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি নিয়েছেন। 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ফ্রি ওয়াই-ফাইতে সাইবার হামলার ঝুঁকি

সংযুক্ত আরব আমিরাতে ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে ব্যাংকিং বা ই-মেইল অ্যাকাউন্টে লগইন না করার পরামর্শ দিয়েছে দেশটির সাইবার সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, ফ্রি ওয়াই-ফাই ব্যবহারে সাইবার হামলার ঝুঁকি তীব্র ভাবে বেড়েছে। তাই ফ্রি ওয়াই-ফাই ব্যবহারে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির সাইবার বিশেষজ্ঞরা। সংস্থাটি জানিয়েছে, চলতি বছর দেশজুড়ে ১২ হাজারেরও বেশি নেটওয়ার্ক ভঙ্গের ঘটনা রেকর্ড করা হয়েছে। আমিরাতের সাইবার হামলার ঘটনার তিন ভাগের একভাগ ঘটেছে এই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার কারণে। বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকাররা ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি, কল রেকর্ডিং বা স্পাইওয়্যার ইনস্টল করে চলেছে। এ কারণে কাউন্সিল নাগরিকদের ভিপিএন ব্যবহার, সেফ ব্রাউজিং ফিচার সক্রিয় রাখার পরামর্শ দিয়েছে। সাইবার সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল কুয়েতি বলেন, নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করছেন, যাতে প্রত্যেক ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকে। 

ওমান

ওমান দিচ্ছে গোল্ডেন ভিসা

বিদেশি বিনিয়োগ বাড়াতে গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান। ৩১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচির কার্যক্রম। যার মাধ্যমে দীর্ঘমেয়াদি বসবাস ও ব্যবসায়িক মালিকানার নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন বিদেশি বিনিয়োগকারীরা। ব্যবসা পরিচালনা করার জন্য  ‘Oman Business’ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনেই ব্যবসা রেজিস্ট্রেশন ও লাইসেন্স রিনিউ করার ব্যবস্থা সহজ করা হয়েছে। যা একই সাথে সময় ও খরচ বাঁচাবে বিদেশি বিনিয়োগকারীদের। পাশাপাশি ‘Al Majida Companies’ উদ্যোগের মাধ্যমে ওমানের নতুন ও  সম্ভাবনাময় কোম্পানিগুলোকে সহায়তা দেওয়া হবে, যাতে তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারে। বিশ্লেষকদের মতে, এসব সংস্কার ওমানকে একটি আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সৌদি আরব

দাম্মামে দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

সৌদি আরবের দাম্মামের ফয়সালিয়া এলাকার ইস্তেরাহা আল আসিমাহতে কনস্যুলার সেবা ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। ২৯ ও ৩০ আগস্ট দূতাবাসের কনস্যুলার টিম ক্যাম্পগুলোতে প্রবাসীদের নানা ধরনের সেবা দেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পটিতে ই-পাসপোর্ট আবেদন ও নবায়ন, প্রবাসীদের ওয়েলফেয়ার কার্ড তৈরি, বিশেষ শিক্ষা প্রকল্প সম্পর্কিত তথ্য ও সহায়তা এবং আইনি পরামর্শসহ অন্যান্য সেবা দেওয়া হবে। এছাড়া সৌদি ব্যাংক সম্পর্কিত সেবা, পাসপোর্ট ও এনআইডি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ট্রাভেল পারমিট, কনস্যুলার ডকুমেন্টস সত্যায়ন করাসহ বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো এবং বিনিয়োগ-সংক্রান্ত তথ্য পাবেন সৌদির বাংলাদেশি প্রবাসীরা। ২৯ ও ৩০ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পগুলো খোলা থাকবে।

Logo