Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ আগস্ট ২০২৫

৫ সেপ্টেম্বর আমিরাতে পালিত হবে মহানবী (সা.) জন্মদিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২১:১১

৫ সেপ্টেম্বর আমিরাতে পালিত হবে মহানবী (সা.) জন্মদিন

সংযুক্ত আরব আমিরাত

৫ সেপ্টেম্বর আমিরাতে পালিত হবে মহানবী (সা.) জন্মদিন

৫ সেপ্টেম্বর শুক্রবার ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালিত হবে সংযুক্ত আরব আমিরাতে। খালিজ টাইমস এই খবর দিয়েছে। ২৪ আগস্ট ২০২৫ (রোববার) সংযুক্ত আরব আমিরাতে রবিউল আওয়ালের চাঁদ দেখা যায়নি, ফলে ২৫ আগস্ট সোমবার থেকে নবীজির জন্ম মাস রবিউল আওয়াল শুরু হবে। দিনটি আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে সরকারি ছুটির দিন। ফলে ওই সপ্তাহে ৫ সেপ্টেম্বর থেকে শনি-রবিবার মিলিয়ে তিন দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন দেশটির মানুষ।   


বাহরাইন

বাহরাইনের মানামায় উচ্ছেদ অভিযান

বাহরাইনের রাজধানী মানামার কারবাবাদ উপকূলীয় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উপকূলীয় শহরটির পৌরসভার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিয়মিত তদারকি অভিযানের মাধ্যমে জনসাধারণের জন্য নির্ধারিত স্থানে অবৈধভাবে স্থাপিত খাবারের গাড়ি ও অকার্যকর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করবে। অভিযানে যারা আইন লঙ্ঘন করবে, তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হবে; অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে উপকূলীয় এলাকার সৌন্দর্য রক্ষা করা এবং ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন নিশ্চিত করা। 


কুয়েত

কুয়েতে শুরু হয়েছে ট্রাফিক অভিযান

কুয়েতে ট্রাফিক ও নিরাপত্তা অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘনকারী চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া ও ট্রাফিক ব্যবস্থার ক্রুটিগুলো খুঁজে বের করা। পুলিশ জানিয়েছে, ২৪ আগস্ট ভোর রাতের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের আটক করা হয়েছে, অনেককে জরিমানা বা সতর্ক করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের অভিযান জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। নাগরিক ও বাসিন্দাদের আইন ও নিয়ম মানা, মানুষের জীবনের সুরক্ষা, সম্পত্তি সংরক্ষণ ও সমাজের নিরাপত্তার জন্য এসব অভিযান অপরিহার্য বলে মনে করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


সৌদি আরব

সৌদিতে আইন লঙ্ঘনের দায়ে ২২ হাজারের বেশি গ্রেফতার

সৌদি পুলিশ আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ২২ হাজার ২২২ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করেছে। ১৪ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে করা অভিযানে এদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসিক আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৬৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৪ হাজার ৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। মোট ১৯ হাজার ৫৯৬ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যেখানে ১ হাজার ৬৬৪ জনকে তাদের ভ্রমণ রিজার্ভেশন সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে এবং ১২ হাজার ৯২০ জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগ ইয়েমেন ও ইথিওপিয়ান নাগরিক।  

Logo