মধ্যপ্রাচ্যে খুলছে স্কুল: প্রস্তুতির ব্যস্ততায় দেশগুলো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৩৪

গ্রীষ্মকালীন ছুটি শেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্কুল খুলছে নতুন শিক্ষাবর্ষের জন্য। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে শিক্ষার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতি। দুই দেশে মিলিয়ে প্রায় ৮০ লাখ শিক্ষার্থী নতুন ক্লাসে ফিরছে। আর প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চলছে ব্যস্ততা ও উদ্দীপনা।
সৌদি আরব: ৬০ লাখ শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত সৌদি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ৬০ লাখেরও বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাতে স্কুলগুলো প্রস্তুত। নতুন শিক্ষাবর্ষে পাঠ্যক্রম, প্রযুক্তি ব্যবহার এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুলে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং পরিবহন ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শিক্ষকরা ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের আগমনের দিনটি স্মরণীয় করে তুলতে চায় প্রশাসন।
সংযুক্ত আরব আমিরাত: এআই প্রশিক্ষণ ও নিরাপত্তায় জোর আমিরাতের স্কুলগুলো সোমবার থেকে খুলছে। শিক্ষকরা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), শিশু সুরক্ষা এবং কমিউনিটি বিল্ডিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। আবুধাবি ও দুবাই পুলিশ স্কুল নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। স্কুল বাস পরিষ্কার, ইউনিফর্ম কেনা এবং ক্লাসরুম সাজানোর কাজ চলছে পুরোদমে। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ফিরে আসার আনন্দ ও প্রস্তুতির চাপ দুটিই স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
এই দুই দেশের প্রস্তুতি থেকে স্পষ্ট, মধ্যপ্রাচ্যে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি, নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ শুধু পাঠ্যপুস্তক নয়, বরং ভবিষ্যতের দক্ষতা তৈরির এক নতুন অধ্যায়।
তথ্যসূত্র: গালফ নিউজ