মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ আগস্ট ২০২৫
বাহরাইনে বাংলা ভাষার স্বীকৃতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:২১

বাহরাইন
বাহরাইনে বাংলা ভাষার স্বীকৃতি
বাহরাইনে যানজট ও নিরাপত্তাবিষয়ক বার্তা বাংলা ভাষাতেও দেখা যাবে। দেশটির দৈনিক দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। বহু বছর ধরে বাহরাইন শুধু আরবি ও ইংরেজি ভাষায় যানজট ও নিরাপত্তা সতর্ক বার্তা প্রকাশ করে এসেছে। এবার তার সাথে যুক্ত হবে বাংলা ভাষা। ফলে ট্রাফিকবিষয়ক সুরক্ষা বিজ্ঞপ্তি, নিরাপত্তা নির্দেশনা বাংলাতেও দেখা যাবে। এর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের ভাষা বাংলাকে স্বীকৃতি দিয়েছে বাহরাইন সরকার। বাহরাইনে আছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশি। যাদের নিরাপত্তা, ভাষাগত বাস্তবতা নিয়েও যে ভাবে বাহরাইন সরকার, এ সিদ্ধান্ত তারই প্রতিফলন। একই সাথে বাহরাইন সরকার এটাও স্বীকৃতি দিয়েছে, জীবন রক্ষাকারী বার্তাগুলো শুধু তখনই সফলভাবে পৌঁছায়, যখন তা শ্রমজীবীদের মুখের ভাষাতে হয়। বাংলার পাশাপাশি হিন্দি ও মালয়ালাম ভাষাতেও এই বিজ্ঞপ্তি দেখা যাবে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে আরো বলা হয়েছে, বিদেশি কর্মীদের মুখের ভাষা সরকারের জননিরাপত্তার একটি কেন্দ্রীয় স্তম্ভ হয়ে উঠেছে।
কুয়েত
কুয়েতে প্রথম কলার ফলন
প্রথমবারের মতো কলা উৎপাদিত হলো কুয়েতে। মরুর মাটিতে উৎপাদিত কলা দেশটির বাজারে বিক্রির উদ্যোগও শুরু করেছেন কৃষকরা। স্থানীয়ভাবে উৎপাদিত কলার প্রথম চালান কুয়েতের ফারজাত আল-সুলাইবিয়া বাজারে পৌঁছেছে। কৃষক আল-আজমি এটিকে নিজের “স্বপ্নপূরণ” বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে সীমিত আকারে বাজারজাত করা হলেও অক্টোবর থেকে নিয়মিতভাবে ৩০০ থেকে ৫০০ বাক্স কলা সরবরাহ করা সম্ভব হবে। কলা সরবরাহ ছাড়াও কৃষক আল-আজমি কলা গাছের চারা বাজারজাত করার উদ্যোগ নিয়েছেন। এতে আগ্রহী গৃহস্থরা নিজেদের আঙিনায় কলা চাষের সুযোগ পাবেন। তিনি জানান, কুয়েতের আবহাওয়ায় কলা গাছ সাধারণত অক্টোবর থেকে মে মাস পর্যন্ত ফলন দেয় এবং লাগানোর প্রথম তিন মাস পর থেকেই ফল পাওয়া সম্ভব। এই ফলনের জন্য দীর্ঘদিন গবেষণা করতে হয়েছে কৃষক আল-আজমিকে। আমদানি নির্ভরতার বাইরে কুয়েতের কৃষি খাতে নতুন এই কলা চাষে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
সৌদি আরব
৫০% পর্যন্ত মূল্যছাড় দিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স
সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সৌদিয়া ওমরাহ যাত্রীদের জন্য আন্তর্জাতিক রুটে বিশেষ ছাড় ঘোষণা করেছে। খালিজ টাইমস এই খবর দিয়েছে। এই অফারের আওতায় বিজনেস ও গেস্ট ক্লাস; উভয় শ্রেণির টিকিটে সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। এই ছাড় প্রযোজ্য হবে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে বুকিং করা টিকিটের ক্ষেত্রে এবং যাত্রার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। যাত্রীরা সৌদিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা বিক্রয় অফিসের মাধ্যমে বুকিং করতে পারবেন।
উল্লেখ্য, এই এয়ারলাইন্সে যারা ট্রানজিট ফ্লাইটে সৌদি আরব হয়ে অন্য দেশে যাচ্ছেন, তারাও এই অফারের সুবিধা নিতে পারবেন।