Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রবাসীদের বিয়ের আবেদন আরো সহজ করল আবুধাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪০

প্রবাসীদের বিয়ের আবেদন আরো সহজ করল আবুধাবি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসবাসরত বিদেশিদের জন্য বিয়ের আবেদন প্রক্রিয়া এখন আরো সহজ ও দ্রুত হয়েছে। আমিরাতের বিচার বিভাগ সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, যার মাধ্যমে বিদেশি নাগরিকরা সহজেই বিয়ের আবেদন করতে পারবেন, তাও কোনো ধর্মীয় বাধ্যবাধকতা ছাড়াই।

এই নতুন ব্যবস্থা মূলত সিভিল ম্যারেজ বা নাগরিক বিয়ের জন্য প্রযোজ্য, যা ধর্মনিরপেক্ষ এবং আইনি স্বীকৃতিপ্রাপ্ত। আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট জানিয়েছে, এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদনকারীরা অনলাইনে ফর্ম পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে এবং স্বাক্ষর করে আবেদন জমা দিতে পারবেন। এরপর আবেদন যাচাই করে আদালত থেকে বিয়ের অনুমোদন দেওয়া হবে।

এই সেবা মূলত তাদের জন্য, যারা আবুধাবিতে বসবাস করছেন কিন্তু মুসলিম নন। যেমন—খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী বিদেশি নাগরিকরা এই নাগরিক বিয়ের সুবিধা নিতে পারবেন। এটি এমন দম্পতিদের জন্যও কার্যকর, যারা ধর্মীয় রীতিনীতি অনুসরণ না করে শুধু আইনি স্বীকৃতি চান।

কীভাবে আবেদন করবেন?

- আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে

- উভয়ের সম্মতি থাকতে হবে

- কোনো পূর্ববর্তী বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে প্রমাণপত্র দিতে হবে

- আবেদন করতে হবে আদালতের ওয়েবসাইটে

এই উদ্যোগের ফলে আবুধাবি আন্তর্জাতিক নাগরিকদের জন্য আরো অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক সমাজ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। বিচার বিভাগ জানিয়েছে, এই ডিজিটাল সেবা শুধু সময় বাঁচায় না, বরং প্রশাসনিক জটিলতাও কমায়।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo